India vs Pakistan

পাঁচ ক্যাচ ফস্কেও আফসোস নেই ভারতের, পাকিস্তানকে হারিয়ে সাজঘরে উৎসব, সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন কে?

মহিলাদের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছে ভারত। চিন্তায় রেখেছে পাঁচটি ক্যাচ ফস্কানো। তবে সাজঘরে ভারতের উৎসবে তার প্রতিফলন দেখা গেল না। দলের ফিল্ডিংয়ের প্রশংসা করলেন ফিল্ডিং কোচ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ ১৮:৪০
Share:

ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।

রবিবার মহিলাদের এক দিনের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছে ভারত। ৮৮ রানে জিতলেও চিন্তায় রেখেছে পাঁচটি ক্যাচ ফস্কানো। তবে সাজঘরে ভারতের উৎসবে তার কোনও প্রতিফলন দেখা গেল না। বরং দলের ফিল্ডিংয়ের প্রশংসা করলেন ফিল্ডিং কোচ।

Advertisement

পাকিস্তানকে হারানোর ম্যাচে উইকেটকিপার রিচা ঘোষ একাই চারটি ক্যাচ ফেলেন। আরও একটি ক্যাচ ফেলেন শ্রী চরণী। সেরা ফিল্ডারের পদক তুলে দেওয়া হয়েছে দীপ্তি শর্মার হাতে। তিনি ব্যাট হাতে ২৫ রান করার পাশাপাশি বল হাতে তিনটি উইকেটও নিয়েছেন। পাশাপাশি একটি রান আউট করেছেন। পদক পাওয়ার পর তিনি বলেন, “ঈশ্বর মহান।”

গোটা দলকে প্রশংসায় ভরিয়ে দেন ফিল্ডিং কোচ মুনিশ বালি। তিনি বলেন, “শাবাশ মেয়েরা। দারুণ খেলেছ। পর পর দুটো জয়। ছ’টা ক্যাচ নিয়েছ, দুটো রান আউট। খুবই ভাল। চাপের মুখে দুটো খুব ভাল ক্যাচ হয়েছে। স্মৃতি, দারুণ খেলেছ। একটা ভাল ক্যাচ নিয়েছ। সরাসরি থ্রোয়ে রান আউট করেছে হরমনপ্রীতও। দীপ্তি, স্লিপে অসাধারণ ক্যাচ নিয়েছ। নিচু ক্যাচ এসেছিল। একটা রান আউট করেছ। ম্যাচে অসাধারণ দায়বদ্ধতা দেখা গিয়েছে তোমার।”

Advertisement

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের পয়েন্ট তালিকায় সবার উপরে উঠে এসেছে ভারত। দু’ম্যাচে চার পয়েন্ট তাদের। পাকিস্তান এখনও কোনও পয়েন্ট পায়নি। তারা রয়েছে ছ’নম্বরে। ৯ অক্টোবর বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement