কুলদীপ যাদব। —ফাইল চিত্র।
প্রথম টেস্টে খেলেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে পারেন তিনি। হেডিংলেতে ভারত হেরেছে। এজবাস্টনে ফিরতে মরিয়া তারা। দলকে সিরিজ়ে ফেরানোর মন্ত্র দিয়েছেন স্পিনার কুলদীপ যাদব। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেনের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন তিনি। তা কাজে লাগাতে চান কুলদীপ।
ইংল্যান্ডের বিরুদ্ধে কুলদীপের রেকর্ড খারাপ নয়। ছ’টা টেস্টে ২১ উইকেট নিয়েছেন। কিন্তু ইংল্যান্ডের মাটিতে ২০১৮ সালে কুলদীপ যে একমাত্র টেস্ট খেলেছেন তাতে উইকেট পাননি তিনি। সেই টেস্টে মাত্র ৯ ওভার বল করেছিলেন ভারতের বাঁহাতি চায়নাম্যান বোলার। পুরনো রেকর্ড ভাবতে চান না কুলদীপ। দ্বিতীয় টেস্টে সুযোগ পেলে উইকেট নেওয়ার জন্য তৈরি হচ্ছেন।
আইপিএলে গত মরসুমে দিল্লি ক্যাপিটালসের মেন্টর হয়েছেন পিটারসেন। ইংল্যান্ডের পিচে কী ভাবে উইকেট নেওয়া যাবে তা নিয়ে পিটারসেনের সঙ্গে কথা হয়েছে কুলদীপের। এই প্রসঙ্গে ভারতীয় স্পিনার বলেন, “পিটারসেন ইংল্যান্ডের উইকেট নিয়ে অনেক তথ্য আমাকে দিয়েছেন। কোথায় ফিল্ডার রাখা যাবে, কী রকম পিচ হবে, ব্যাটারদের মানসিকতা কেমন, সে সব নিয়ে আলোচনা হয়েছে। কী ভাবে আক্রমণাত্মক মানসিকতা নিয়ে বল করতে পারি সেই পরামর্শ উনি দিয়েছেন।”
কুলদীপকে পিটারসেন জানিয়েছেন, ইংল্যান্ডের পিচে বেশির ভাগ স্পিনার রক্ষণাত্মক মানসিকতা নিয়ে বল করেন। তাঁদের মাথায় থাকে পেসারেরা উইকেট নেবে। তাঁদের কাজ শুধু সাহায্য করা। সেই মানসিকতা থেকে বেরিয়ে আসতে চান তিনি। কুলদীপ বলেন, “পিটারসেন আমাকে অন্য ভাবে ভাবতে বলেছেন। যদি ১৫-২০ ওভার বল করি, তা হলে ভাবতে হবে প্রতিটা বলে উইকেট নেব। সে ভাবেই নিজেকে তৈরি করছি।”
দ্বিতীয় টেস্টের আগে নেটে দীর্ঘ সময় বল করতে দেখা গিয়েছে কুলদীপকে। মনে করা হচ্ছে, এজবাস্টনে রবীন্দ্র জাডেজার সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসাবে তাঁকে খেলানো হতে পারে। সুযোগ পেলে তিনি কী ভাবে বল করবেন সেই পরিকল্পনাও জানিয়েছেন কুলদীপ। তিনি বলেন, “যদি আপনি উইকেট না নিতে পারেন, তা হলে বোলার হিসাবে দলে জায়গা পাওয়ার দাবি করতে পারবেন না। ঘরের মাঠেই খেলি বা বিদেশে, আমার লক্ষ্য একটাই থাকে। বল ঠিক জায়গায় ফেলব। সেখান থেকে বল ঘুরবে। উইকেট নেব। এই সহজ মন্ত্র কাজে লাগাতে চাই।”
ইংল্যান্ডের মাঠগুলোর মধ্যে এজবাস্টনেই স্পিনারেরা বেশি সাহায্য পান। অতীতে শেন ওয়ার্ন ও নেথান লায়ন অ্যাশেজ় সিরিজ়ে এই মাঠে অনেক উইকেট নিয়েছেন। ২০১৭ সালে এক টেস্টে ভারতের রবিচন্দ্রন অশ্বিন সাত উইকেট নিয়েছিলেন। সেই কারণেই সেখানে কুলদীপের খেলার সম্ভাবনা বেড়েছে। এখন দেখার, সুযোগ পেলে নিজের পরিকল্পনা তিনি কাজে লাগাতে পারেন কি না।