নতুন দলের জার্সি হাতে পৃথ্বী। ছবি: সমাজমাধ্যম।
মুম্বই রাজ্য দলের থেকে আগেই অনাপত্তি শংসাপত্র (এনওসি) পেয়ে গিয়েছিলেন। সোমবার আনুষ্ঠানিক ভাবে অন্য একটি রাজ্য দলে যোগ দিলেন পৃথ্বী শ। আগামী মরসুমে তিনি খেলবেন মহারাষ্ট্রের হয়ে। সেই দলেই খেলেন রুতুরাজ গায়কোয়াড়, যিনি আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।
পৃথ্বীর কাছে একাধিক রাজ্য দলের প্রস্তাব ছিল। তবে বাড়ির কাছাকাছি থাকাই বেছে নিয়েছেন তিনি। মুম্বইয়ে নিজের বাড়িতেই থাকতে পারবেন তিনি। মহারাষ্ট্র তাদের ঘরের মাঠের ম্যাচগুলিতে খেলে পুণেতে।
মহারাষ্ট্রে যোগ দেওয়ার পর এক বিবৃতিতে পৃথ্বী বলেছেন, “ক্রিকেটজীবনের এই পর্যায়ে মহারাষ্ট্র দলে যোগ দিয়ে ক্রিকেটার হিসাবে উন্নতি হবে আমার। সুযোগ দেওয়া এবং এত বছর পাশে থাকার জন্য মুম্বই ক্রিকেটের কাছে কৃতজ্ঞ। রাজ্যের ক্রিকেটের উন্নতিতে গত কয়েক বছর ধরেই দারুণ কাজ করছে মহারাষ্ট্র।”
শুধু রুতুরাজই নয়, মহারাষ্ট্রের হয়ে খেলেন অঙ্কিত বাওনে, রাহুল ত্রিপাঠী, রজনীশ গুরবানি এবং মুকেশ চৌধরির মতো ঘরোয়া ক্রিকেটে সফল নাম। মহারাষ্ট্র প্রিমিয়ার লিগ (পুরুষ এবং মহিলা), কর্পোরেট শিল্ড এবং দেওধরের মতো প্রতিযোগিতা আয়োজনও করে সেই রাজ্য। মহারাষ্ট্র চাইছে, দলের তরুণ ক্রিকেটারদের উপদেষ্টা হিসাবেও কাজ করুন পৃথ্বী। তাঁর আইপিএল এবং ভারতীয় দলে খেলার অভিজ্ঞতা ভাগ করে নিন বাকিদের সঙ্গে।
ভারতের হয়ে পাঁচটি টেস্ট, ছ’টি এক দিনের ম্যাচ এবং একটি টি-টোয়েন্টি খেলেছেন পৃথ্বী। তবে দীর্ঘ দিনই জাতীয় দলে ডাক পান না। সম্প্রতি মুম্বই রাজ্য দল থেকেও বাদ পড়েছিলেন ফিটনেস এবং শৃঙ্খলাভঙ্গের কারণে। মুম্বইয়ের হয়ে ৩২টি প্রথম শ্রেণির ম্যাচে ২৬৪৮ রান রয়েছে পৃথ্বীর। সাতটি শতরান এবং দশটি অর্ধশতরান রয়েছে।