Durand Cup 2025

ডুরান্ডে প্রথম ম্যাচেই নামছে ইস্টবেঙ্গল, মোহনবাগানের গ্রুপে কারা?

সোমবার আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হল ডুরান্ড কাপের সূচি। অন্যান্য বারের মতো এ বার ডুরান্ডের গ্রুপ পর্বে কলকাতা ডার্বি হচ্ছে না। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান রয়েছে আলাদা গ্রুপে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১৭:১৫
Share:

ডুরান্ড কাপের তিনটি ট্রফি। ছবি: পিটিআই।

সোমবার আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হল ডুরান্ড কাপের সূচি। পূর্বঘোষণা মতোই আইএসএলের বেশির ভাগ ক্লাবই প্রতিযোগিতায় খেলছে না। সেই জায়গায় নেওয়া হয়েছে ছোটখাটো দলকে। অন্যান্য বারের মতো এ বার ডুরান্ডের গ্রুপ পর্বে কলকাতা ডার্বি হচ্ছে না। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান রয়েছে আলাদা গ্রুপে। এক মাস ধরে চলবে ডুরান্ড কাপ। ছ’টি শহরে মোট ৪৩টি ম্যাচ হবে।

Advertisement

২৩ জুলাই প্রথম ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। যুবভারতীতে বিকেল ৫.৩০টা থেকে তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসি। গ্রুপ এ-তে রয়েছে ইস্টবেঙ্গল। তাদের বাকি দুই প্রতিপক্ষ নামধারী এফসি (৬ অগস্ট, সন্ধ্যা ৭টা) এবং ভারতীয় বিমানবাহিনী (১০ অগস্ট, সন্ধ্যা ৭টা)।

মোহনবাগান, মহমেডান এবং ডায়মন্ড হারবার রয়েছে গ্রুপ বি-তে। ৩১ জুলাই প্রথম ম্যাচ খেলবে মোহনবাগান। প্রতিপক্ষ মহমেডান। বিকেল ৪টে থেকে সেই ম্যাচ হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। মোহনবাগানের পরের দু’টি ম্যাচ যথাক্রমে ৪ অগস্ট (বিএসএফ, সন্ধ্যা ৭টা) এবং ডায়মন্ড হারবার (৯ অগস্ট, সন্ধ্যা ৭টা)। মহমেডান খেলবে যথাক্রমে ডায়মন্ড হারবার (২৮ জুলাই, সন্ধ্যা ৭টা), মোহনবাগান (৩১ জুলাই, বিকেল ৪টে) এবং বিএসএফ-এর (৭ অগস্ট, সন্ধ্যা ৭টা) বিরুদ্ধে।

Advertisement

ছ’টি গ্রুপের শীর্ষ স্থানাধিকারী দল এবং সেরা দুই দ্বিতীয় স্থানাধিকারী দল উঠবে কোয়ার্টার ফাইনালে। ১৬ এবং ১৭ অগস্ট হবে কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনাল হবে ১৯ এবং ২০ অগস্ট। ফাইনাল ২৩ অগস্ট।

আর জি কর কাণ্ডের জেরে গত বছর ডুরান্ড কাপের কলকাতা ডার্বি বাতিল হয়ে গিয়েছিল। প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন দুই প্রধানের সমর্থকেরা। হাতে হাত মিলিয়ে বাইপাসের রাস্তায় হাঁটতে দেখা গিয়েছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকদের। পরে সেখানে যোগ দেন মহমেডানের সমর্থকেরাও।

গ্রুপ এ এবং গ্রুপ বি-র ম্যাচগুলি হবে কলকাতায়। এ ছাড়া জামশেদপুর, কোকরাঝার, শিলং এবং মণিপুরে বাকি গ্রুপের ম্যাচগুলি হবে। ডুরান্ডে এ বার বিদেশি দল হিসাবে নেপালের ত্রিভুবন আর্মি অংশ নিচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement