Death Threat To Rinku Singh

৫ কোটি টাকা না দিলে রিঙ্কুকে খুনের হুমকি দাউদের ‘ডি কোম্পানি’-র! পুলিশের জালে দুই

খুনের হুমকি পেয়েছেন রিঙ্কু সিংহ। জানা গিয়েছে, দাউদ ইব্রাহিমের ‘ডি কোম্পানি’ তাঁকে হুমকি দিয়েছেন। ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ১৮:৩৬
Share:

রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র।

মাফিয়াদের নজর এ বার রিঙ্কু সিংহের দিকে। খুনের হুমকি পেয়েছেন ভারতীয় ক্রিকেটার। জানা গিয়েছে, দাউদ ইব্রাহিমের ‘ডি কোম্পানি’ তাঁকে হুমকি দিয়েছেন। ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

‘আজ তক’-এর রিপোর্ট অনুযায়ী, রিঙ্কুর কাছ থেকে ৫ কোটি টাকা চাওয়া হয়েছে। না দিলে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে। অভিযোগ পেয়ে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ মহম্মদ দিলশাদ ও মহম্মদ নাভিদ নামের দু’জনকে গ্রেফতার করেছে। তাঁরাই রিঙ্কুকে হুমকি দিয়েছিলেন বলে খবর।

রিপোর্টে জানানো হয়েছে, চলতি বছর ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে তিন বার রিঙ্কুর কাছ থেকে টাকা চাওয়া হয়। রিঙ্কুর ম্যানেজারকে ইমেল করে হুমকি দেওয়া হয়। সেখানে ধৃতেরা নিজেদের ‘ডি কোম্পানি’র সদস্য বলে পরিচয় দিয়েছেন। হুমকি পেয়ে পুলিশের দ্বারস্থ হন রিঙ্কু। দিলশাদ ও নাভিদকে ত্রিনিদাদ ও টোব্যাগো থেকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে খবর।

Advertisement

এনসিপি নেতা বাবা সিদ্দিকিকেও খুনের হুমকি দেওয়া হয়েছিল। তাঁর কাছে ১০ কোটি টাকা চাওয়া হয়েছিল। পরে আততায়ীর হাতে নিহত হন তিনি। সেই ঘটনার পরে পুলিশে অভিযোদ করেন সিদ্দিকির পুত্র। দু’টি ঘটনার নেপথ্যে একই গোষ্ঠী রয়েছে বলে অনুমান পুলিশের।

গত মাসে ভারতের হয়ে এশিয়া কাপ জিতেছেন রিঙ্কু। গোটা প্রতিযোগিতায় খেলার সুযোগ না পেলেও ফাইনালে প্রথম একাদশে ছিলেন তিনি। একটি বলই তিনি খেলেন। চার মেরে ভারতকে চ্যাম্পিয়ন করেন। আপাতত দেশে ফিরেছেন রিঙ্কু। সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজ় রয়েছে ভারতের। সেখানে ভারতে টি-টোয়েন্টি দলে রয়েছেন রিঙ্কু। ভারতের হয়ে এখনও পর্যন্ত ৩৪ টি-টোয়েন্টি ও দু’টি এক দিনের ম্যাচ খেলেছেন রিঙ্কু। ছোট ফরম্যাটে নিয়মিত হলেও এক দিনের দলে আপাতত সুযোগ পাচ্ছেন না তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement