Rohit Sharma in Hospital

মধ্যরাতে হঠাৎই হাসপাতালে রোহিত! কী হয়েছে ভারতের এক দিনের ক্রিকেটের অধিনায়কের

সোমবার মধ্যরাতে হঠাৎই মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে দেখা গেল রোহিত শর্মাকে। কেন হাসপাতালে যেতে হল ভারতের এক দিনের দলের অধিনায়ককে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৮
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

মঙ্গলবার থেকে শুরু এশিয়া কাপ। বুধবার ভারতের প্রথম ম্যাচে। আর সোমবার মধ্যরাতে হাসপাতালে রোহিত শর্মা। তিনি অবশ্য গত বছরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। ফলে ভারতের খেলা থাকলেও আপাতত ক্রিকেটের বাইরে রয়েছেন তিনি।

Advertisement

সোমবার মধ্যরাতে দেখা যায়, মু্ম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ঢুকছেন রোহিত। পরনে সাদা টি-শার্ট ও কালো ট্র্যাক প্যান্ট। মাথায় সাদা রঙের টুপি পরেছিলেন রোহিত। গাড়ি থেকে নেমে তিনি যখন হাসপাতালে ঢুকছেন তখন কয়েক জন তাঁর ছবি তুলছিলেন। তাতে বিরক্ত দেখায় রোহিতকে। হাতের ইশারায় তিনি প্রশ্ন করেন, সেখানেও তাঁর ছবি তুলতে হবে? রোহিত কেন হাসপাতালে গিয়েছিলেন তা তিনি জানাননি। হাসপাতালের তরফেও কিছু জানানো হয়নি। তবে এক সূত্রের খবর, রোহিতের পরিবারের কেউ সেখানে ভর্তি। তাঁকেই দেখতে গিয়েছিলেন ক্রিকেটার।

কয়েক দিন আগে রোহিত গিয়েছিলেন বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে। সেখানে তাঁকে ফিটনেস টেস্ট দিতে হয়েছে। জানা গিয়েছে, তাতে পাশ করেছেন ভারতের এক দিনের অধিনায়ক। আপাতত ক্রিকেটের বাইরে থাকলেও এর পর অস্ট্রেলিয়ায় এক দিনের সিরিজ়ে রোহিতের খেলার সম্ভাবনা রয়েছে। তার প্রস্তুতির আগে ফিটনেস টেস্ট দিয়েছেন তিনি।

Advertisement

গত বছর ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত। চলতি বছর আইপিএলের মাঝে টেস্ট ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন তিনি। আপাতত শুধু এক দিনের ক্রিকেট খেলছেন। তবে কত দিন সেই ফরম্যাটেও রোহিতকে দেখা যাবে তা নিয়ে সংশয় রয়েছে। রোহিতের লক্ষ্য ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ। সেই ট্রফি জিতে অবসর নিতে চান তিনি। তবে তত দিন তাঁকে সুযোগ দেওয়া হবে কি না তা নিশ্চিত নয়।

রোহিত টেস্ট থেকে অবসর নেওয়ার পর লাল বলের ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে। তিন ফরম্যাটে তিন অধিনায়ক থাকুন, তা চান না ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। ফলে এক দিনের ক্রিকেটেও শুভমনের অধিনায়ক হওয়ার সম্ভাবনা বাড়ছে। জল্পনা শুরু হয়েছে যে, সামনে অস্ট্রেলিয়া সিরিজ়ের পরেই ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নিতে পারেন রোহিত। এখন দেখার, রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার কোন পথে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement