Sanju Samson on Indian Team

সব সময় কি নায়কের চরিত্র পাব! ব্যাটিংয়ে পছন্দের জায়গা না পেয়ে বললেন ভারতীয় দলের ‘মোহনলাল’ সঞ্জু

এশিয়া কাপে ভারতীয় দলে মিডল অর্ডারে খেলতে হচ্ছে সঞ্জু স্যামসনকে। প্রতিযোগিতার মাঝে ভারতীয় ক্রিকেটার জানিয়েছেন, ভারতীয় দলে খলনায়ক ও জোকার হয়েও খেলতে চান তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪২
Share:

সঞ্জু স্যামসন। —ফাইল চিত্র।

এশিয়া কাপের আগে ভারতীয় দলে ওপেনার হিসাবে খেলছিলেন তিনি। দু’টি শতরানও করেছিলেন। সেই সঞ্জু স্যামসন এশিয়া কাপে ভারতীয় দলে মিডল অর্ডারে খেলছেন। তাঁর বদলে ওপেনার হিসাবে খেলছেন শুভমন গিল। তাতে অবশ্য কোনও দুঃখ নেই সঞ্জুর। ভারতীয় ক্রিকেটার জানিয়েছেন, ভারতীয় দলে খলনায়ক ও জোকার হয়েও খেলতে চান তিনি।

Advertisement

সম্প্রচারকারী চ্যানেলে ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর সঞ্জুকে প্রশ্ন করেন, ব্যাটিং অর্ডারে তাঁর সবচেয়ে পছন্দের জায়গা কোনটি? জবাবে সঞ্জু টেনে আনেন দক্ষিণ ভারতের তারকা মোহনলালের নাম। কয়েক দিন আগে দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন তিনি। সঞ্জু বলেন, “আমাদের অভিনেতা মোহনলাল কয়েক দিন আগে ভারত সরকারের কাছে বড় পুরস্কার পেয়েছেন। উনি ২০ বছর ধরে অভিনয় করছেন। উনি সব ধরনের অভিনয় করেছেন। নায়কের পাশাপাশি খলনায়কের চরিত্রও করেছেন। আমি তাঁর কথা মাথায় রাখি।”

কেন হঠাৎ মোহনলালের নাম তিনি বললেন তার ব্যাখ্যাও দিয়েছেন সঞ্জু। তিনি বলেন, “মোহনলাল যেমন সব ছবিতে নায়কের চরিত্র করতে পারেননি, তেমনই আমিও পারব না। আমি ১০ বছর ধরে ভারতের হয়ে খেলছি। আমি দলে এসে বলতে পারি না, সব সময় আমাকে নায়কের চরিত্র দিতে হবে। আমি দেশের জন্য খলনায়ক বা জোকারের চরিত্রও করতে পারি। খলনায়ক বা জোকার হয়েও আমি দেশের হয়ে খেলতে চাই।”

Advertisement

চলতি এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি সঞ্জু। ফলে ওমানের বিরুদ্ধে তাঁকে উপরে নামানো হয়েছিল। সেই ম্যাচের সেরা হয়েছিলেন তিনি। যদিও পাকিস্তানের বিরুদ্ধে ভাল খেলতে পারেননি তিনি। সুপার ফোরের ম্যাচে ব্যাটে-বলে ঠিক মতো হচ্ছিল না তাঁর। আউটও হয়ে যান। সে সব কথা অবশ্য মাথায় রাখছেন না সঞ্জু। পরের ম্যাচে ভাল খেলতে চান তিনি।

সঞ্জুর কথা থেকে স্পষ্ট, তাঁর প্রধান লক্ষ্য দেশের হয়ে খেলা। দেশের হয়ে রান করা। দেশকে জেতানো। তার জন্য তাঁকে যে ভূমিকাতেই খেলতে বলা হোক না কেন, তিনি তৈরি। এশিয়া কাপে ভারতীয় দলে শুভমন ঢোকার পর সঞ্জু যে ওপেনার হিসাবে খেলতে পারবেন না, তা প্রায় স্পষ্ট করে দিয়েছিলেন নির্বাচক প্রধান অজিত আগরকর। সেই মতোই নিজেকে তৈরি করেছেন সঞ্জু। ভাল খেলা ছাড়া কিছু মাথায় রাখছেন না ভারতীয় ক্রিকেটার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement