শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।
কবে আবার মাঠে ফিরতে পারবেন শ্রেয়স আয়ার? এখনও কিছু বলা যাচ্ছে না। চোট পাওয়ার পর থেকে আর মাঠে নামেননি শ্রেয়স। চিকিৎসকেরা নজর রাখছেন তাঁর দিকে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভারতীয় ক্রিকেটার। তবে মাঠে নামতে এখনও সময় লাগবে তাঁর।
‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আল্ট্রাসাউন্ড স্ক্যান হবে শ্রেয়সের। সেই স্ক্যানের পরেই বোঝা যাবে, শ্রেয়সের পাঁজরের চোটের হাল ঠিক কেমন। স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ দীনশ পারদিওয়ালার নেতৃত্বে একটি দল তৈরি করা হয়েছে। সেই দল শ্রেয়সের দিকে নজর রাখছেন।
জানা গিয়েছে, কয়েক দিন আগে আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে শ্রেয়সের। সেই রিপোর্ট দেখেছেন পারদিওয়ালা। রিপোর্টে বোঝা গিয়েছে, সুস্থ হয়ে উঠছেন ভারতীয় ক্রিকেটার। ধীরে ধীরে হাল্কা শরীরচর্চা শুরু করেছেন শ্রেয়স। তবে অনুশীলনে ফিরতে এখনও সময় লাগবে তাঁর।
বাকি ক্রিকেটারদের মতো শ্রেয়সেরও রিহ্যাব হবে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে। তবে তার আগে চিকিৎসকদের অনুমতি নেওয়া হবে। চিকিৎসকেরা বললে তবেই শ্রেয়স অনুশীলন শুরু করবেন। যা পরিস্থিতি, তাতে মাঠে ফিরতে সময় লাগবে ভারতের মিডল অর্ডার ব্যাটারের।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচেএকটি ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে চোট পেয়েছিলেন শ্রেয়স। প্রথমে তাঁর চোট কতটা গুরুতর তা বোঝা যায়নি। পরে সাজঘরে অজ্ঞান হয়ে গেলে শ্রেয়সকে হাসপাতালে ভর্তি করানো হয়। আইসিইউ-তে রাখা হয়েছিল তাঁকে। পাঁজরে রক্তক্ষরণ হচ্ছিল শ্রেয়সের। ফলে কয়েক দিন হাসপাতালে কাটাতে হয় তাঁকে। ধীরে ধীরে সুস্থ হয়েছেন তিনি। শ্রেয়সকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। ধীরে ধীরে এগোতে চাইছে তারা।