শুভমন গিল। —ফাইল চিত্র।
চিকিৎসকেরা ছাড়পত্র দিয়ে দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে খেলতে নামবেন শুভমন গিল। কিন্তু কতটা তৈরি তিনি? কটকে নামার আগে নিজেই সে কথা জানালেন শুভমন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের দেওয়া এক ভিডিয়োতে নিজের ফিটনেস নিয়ে কথা বলেছেন শুভমন। তিনি বলেন, “এখন অনেকটা সুস্থ। বেশ ভাল লাগছে। যে দিন বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে এসেছিলাম, সে দিন থেকে এ দিন পর্যন্ত অনেকটা উন্নতি হয়েছে। অনুশীলন করেছি। প্রস্তুতি নিয়েছি। এখন আমি পুরো তৈরি।”
আগে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ছিল। সেটাই আরও উন্নত করে সেন্টার অফ এক্সেলেন্স করা হয়েছে। এই অ্যাকাডেমি ভারতীয় ক্রিকেটারদের কতটা সুবিধা দেয়, সেই কথাও জানিয়েছেন শুভমন। ভারতের ছোট ফরম্যাটের সহ-অধিনায়ক বলেন, “অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ স্তরে খেলার সময় থেকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আসছি। যখনই সমস্যা হয়েছে, এখানে এসে তার সমাধান খুঁজেছি। এখন সেন্টার অফ এক্সেলেন্সে প্রযুক্তি আরও উন্নত হয়েছে। সব রকম সুবিধা ক্রিকেটারেরা পায়। সকলকে সমান ভাবে নজর দেওয়া হয়। এই অ্যাকাডেমি থাকায় ঘরোয়া ক্রিকেটও অনেক উন্নত হচ্ছে।”
শুভমনের অনুশীলনের ভিডিয়োও প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে দেখা যাচ্ছে, স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ এস রজনীকান্তের অধীনে অনুশীলন করছেন শুভমন। ভিডিয়োয় দেখে বোঝা যায়নি, কোনও সমস্যা হচ্ছে তাঁর।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে প্রথম টেস্টের সময় ঘাড়ে ব্যথা পেয়েছিলেন শুভমন। তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। তার পর থেকে মাঠের বাইরে শুভমন। প্রথম টেস্টের বাকিটা ও গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি শুভমন। তাঁর বদলে টেস্টে অধিনায়কত্ব করেন ঋষভ পন্থ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়েও খেলতে পারেননি শুভমন। তাঁর বদলে নেতৃত্ব সামলেছেন লোকেশ রাহুল। তবে টি-টোয়েন্টি সিরিজ়ে তিনি ফিরছেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। ৯ ডিসেম্বর, মঙ্গলবার, কটকে প্রথম ম্যাচ। ১১ ডিসেম্বর চণ্ডীগড়, ১৪ ডিসেম্বর ধর্মশালা, ১৭ ডিসেম্বর লখনউ ও ১৯ ডিসেম্বর অহমদাবাদে হবে পরের চারটি ম্যাচ।