বিরাট কোহলি। —ফাইল চিত্র।
জল্পনার অবসান। বিরাট কোহলি খেলবেন বিজয় হজারে ট্রফিতে। কোহলির রাজ্য দল দিল্লির ক্রিকেট নিয়ামক সংস্থা ডিডিসিএ-র সভাপতি রোহন জেটলি এই কথা জানিয়ে দিয়েছেন।
সংবাদ সংস্থা পিটিআই জেটলিকে উদ্ধৃত করে জানিয়েছে, কোহলি দিল্লির হয়ে দেশের ঘরোয়া এক দিনের প্রতিযোগিতা বিজয় হজারে ট্রফিতে খেলবেন। ডিডিসিএ-র সচিব অশোক শর্মাও একই কথা বলেছেন। তিনি বলেছেন, “কোহলি দিল্লি ক্রিকেট সংস্থার সভাপতি রোহন জেটলিকে জানিয়েছে, ও বিজয় হজারে ট্রফিতে খেলবে।” ১৫ বছর পর আবার ঘরোয়া এক দিনের ক্রিকেটে খেলবেন কোহলি। গত বছর রঞ্জি ট্রফির একটি ম্য়াচ খেলেছিলেন তিনি। কিন্তু ২০১০ সালের পর থেকে বিজয় হজারেতে দেখা যায়নি তাঁকে। অবশেষে খেলবেন তিনি।
২৪ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত বিজয় হজারে ট্রফি হবে। অর্থাৎ, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় (১১ জানুয়ারি থেকে) শুরু হওয়ার আগে প্রতিযোগিতার বেশ কয়েকটি ম্যাচ হবে। বিজয় হজারেতে রোহিত শর্মারও খেলার কথা। সেখানে খেললে নিউ জ়িল্যান্ড সিরিজ়ের প্রস্তুতিও হয়ে যাবে রোহিত, কোহলির।
দক্ষিণ আফ্রিকা সিরিজ়ের মাঝেই কোহলিকে নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছিল। কোচ গৌতম গম্ভীর ও ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশের পরেও কি ঘরোয়া ক্রিকেটে খেলবেন না তিনি? বিজয় হজারেতে দেখা যাবে কোহলিকে? তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। রাঁচীতে ম্যাচের সেরা হয়ে কোহলি জানিয়েছিলেন, মাঠের নয়, মনের প্রস্তুতিতে বিশ্বাসী তিনি। সেই বিশ্বাস থেকে কি সরছেন ভারতীয় ক্রিকেটার? না নিজের সিদ্ধান্তেই অটুট থাকবেন তিনি? এই সব প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে। শেষ পর্যন্ত সব প্রশ্নের জবাব মিলল।