বিরাট কোহলি। — ফাইল চিত্র।
ভারতীয় বোর্ডের তরফে সম্প্রতি বেঙ্গালুরুতে ফিটনেস পরীক্ষার আয়োজন করা হয়েছিল। ভারতের প্রায় সব প্রথম সারির ক্রিকেটারেরাই সেই পরীক্ষা দিয়েছেন। তবে আসেননি বিরাট কোহলি। জানা গিয়েছে, কোহলি নাকি লন্ডন থেকেই ফিটনেস পরীক্ষা দিয়েছেন। পাসও করে গিয়েছেন। এর পরেই প্রশ্নের মুখে পড়েছে বোর্ড। কেন কোহলির জন্য আলাদা নিয়ম হল তা নিয়ে প্রশ্ন উঠছে।
‘দৈনিক জাগরণ’-এর প্রতিবেদন অনুযায়ী, কোহলি লন্ডন থেকে ফিটনেস পরীক্ষা নেওয়ার ব্যাপারে আগে থেকেই বোর্ডের অনুমতি চেয়েছিলেন। সেই অনুমতি দেওয়ার পর বেঙ্গালুরুতে থাকা কোচেদের পর্যবেক্ষণে তাঁর ফিটনেস পরীক্ষা হয়। কোহলি পাসও করে যান। কিন্তু অনলাইনে এ ধরনের পরীক্ষা দেখে আদৌ কারও ফিটনেস বোঝা যায় কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। কোহলিকে বিশেষ ছাড় দেওয়ার ব্যাপারটিও ভাল ভাবে দেখছেন না অনেকে।
বিরাটই শুধু নন, ফিটনেস পরীক্ষায় রোহিত শর্মা, মহম্মদ সিরাজ, শুভমন গিল, জিতেশ শর্মা, প্রসিদ্ধ কৃষ্ণ, রিঙ্কু সিংহ, আবেশ খান, অক্ষর পটেল, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, মহম্মদ শামি, হার্দিক পাণ্ড্য, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব এবং আরও অনেকে পরীক্ষা দিয়েছেন।