Ravichandran Ashwin

এ বার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে অশ্বিন? আইপিএল থেকে অবসর নিতেই একের পর এক প্রস্তাব স্পিনারের কাছে

আইপিএল থেকে অবসর নেওয়ার পরেই বিদেশের বিভিন্ন টি-টোয়েন্টি লিগ থেকে একের পর এক প্রস্তাব এসে চলেছে রবিচন্দ্রন অশ্বিনের কাছে। তিনি আগামী মরসুমে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলতে পারেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩৩
Share:

রবিচন্দ্রন অশ্বিন। — ফাইল চিত্র।

আইপিএল থেকে অবসর নেওয়ার পরেই বিদেশের বিভিন্ন টি-টোয়েন্টি লিগ থেকে একের পর এক প্রস্তাব এসে চলেছে রবিচন্দ্রন অশ্বিনের কাছে। শোনা যাচ্ছে, তিনি আগামী মরসুমে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলতে পারেন। তা সত্যি হলে ভারতের প্রথম সারির ক্রিকেটার হিসাবে তিনিই প্রথম হিসাবে বিবিএলে খেলবেন।

Advertisement

‘ক্রিকবাজ়’-এর প্রতিবেদন অনুযায়ী, অশ্বিন আইপিএল থেকে অবসর নেওয়ার পরেই তাঁর সঙ্গে যোগাযোগ করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ। তাঁকে বিবিএলে খেলার অনুরোধ করেন।

সে কথা স্বীকারও করে নিয়েছেন গ্রিনবার্গ। জানিয়েছেন, অশ্বিনের মাপের ক্রিকেটার খেললে তা বিবিএলের জন্যই ভাল। গ্রিনবার্গের কথায়, “অশ্বিনের মতো ক্রিকেটার বিবিএলে খেলতে এলে সব দিক থেকেই এই প্রতিযোগিতার উন্নতি হবে। ও চ্যাম্পিয়ন ক্রিকেটার। বিগ ব্যাশকে অনেক উন্নত করবে।”

Advertisement

এখনও কিছুই চূড়ান্ত হয়নি। অশ্বিনকে কী ভাবে প্রতিযোগিতার অংশ করা যায় তা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বেশির ভাগ ক্লাবই তাদের বেতনের অনেকটা খরচ করে ফেলেছে। ম্যাচ প্রতি অর্থের প্রস্তাবে খেলতে পারেন অশ্বিন। অতীতে ডেভিড ওয়ার্নারও এ ভাবেই খেলেছিলেন।

শোনা যাচ্ছে, মেলবোর্নের দলে সুযোগ পেতে পারেন অশ্বিন। এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। এমনিতেই সাম্প্রতিক কালে বিবিএলে বড় কোনও নাম খেলতে আসছেন না। তাই অশ্বিনকে পেতে মরিয়া বিবিএল।

গত বুধবার ছিল গণেশ চতুর্থী। সেই দিনটিকেই অবসর ঘোষণার দিন হিসাবে বেছে নিয়েছিলেন অশ্বিন। তিনি লিখেছিলেন, “বিশেষ দিন। তাই একটা বিশেষ শুরু। ওঁরা বলেন, প্রতিটা সমাপ্তি একটা নতুন শুরুর ইঙ্গিত। আজ আইপিএলের ক্রিকেটার হিসাবে আমার যাত্রা এখানেই শেষ হচ্ছে। আবার আজ থেকেই বিভিন্ন লিগে ক্রিকেটের অভিযাত্রী হিসাবে আমার অভিযান শুরু হচ্ছে।”

অশ্বিনের সংযোজন, “এত বছর ধরে দারুণ সব স্মৃতি এবং সম্পর্ক রাখার জন্য সকল ফ্র্যাঞ্চাইজ়িকে ধন্যবাদ। আজ পর্যন্ত যা পেয়েছি, তার জন্য আইপিএল এবং বোর্ডকে ধন্যবাদ। আগামী দিনে যা সামনে আসতে চলেছে, সেটা তারিয়ে তারিয়ে উপভোগ করার জন্য অপেক্ষা করছি।”

অশ্বিনের কথাতেই ইঙ্গিত ছিল, তিনি বিদেশের বিভিন্ন লিগে খেলতে চাইছেন। ভারতের সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন। এ বার আইপিএল থেকেও সরে গেলেন। ফলে বিদেশের লিগে খেলতে আর সমস্যা থাকল না তাঁর। সম্প্রতি দীনেশ কার্তিক দক্ষিণ আফ্রিকার ‘এসএটি২০’ লিগে খেলেছেন। তাই ভবিষ্যতে অশ্বিনকেও বিদেশি লিগগুলিতে দেখা যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement