Virender Sehwag and Shoaib Akhtar

খেলা ছাড়ার পরেও ‘ঝগড়া’ থামেনি, মাঠেই লেগে গেল সহবাগ ও আখতারের, কী নিয়ে?

দীর্ঘ দিন খেলা ছেড়ে দিয়েছেন তাঁরা। কিন্তু তাঁদের ‘ঝগড়া’ এখনও থামেনি। এ বার মাঠেই লেগে গেল ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ ও পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১২:২০
Share:

বীরেন্দ্র সহবাগ (বাঁ দিকে), শোয়েব আখতার। —ফাইল চিত্র

আবার মাঠেই ‘ঝগড়া’ লেগে গেল বীরেন্দ্র সহবাগ ও শোয়েব আখতারের। দীর্ঘ দিন খেলা ছেড়ে দিয়েছেন তাঁরা। কিন্তু তাঁদের ‘ঝগড়া’ এখনও থামেনি। আরও এক বার তার প্রমাণ পাওয়া গেল।

Advertisement

দুবাইয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগে ধারাভাষ্যকার হিসাবে গিয়েছেন দুই ক্রিকেটার। সেখানে মাঠেই ‘ঝগড়া’ করলেন তাঁরা। তবে পুরোটাই মজার ছলে। সেখানে আখতারের লম্বা রান আপ নিয়ে কথা বলতে গিয়ে সহবাগ বলেন, ‘‘আমি নীচের দিকে তাকিয়ে থাকতাম। কারণ, জানতাম যে আখতারের দৌড়তে ১০ থেকে ১৫ সেকেন্ড সময় লাগত।’’

এ কথা শুনে আখতার প্রশ্ন করেন, ‘‘আমার রান আপ কি তোমাদের সমস্যায় ফেলত? মনোযোগে ব্যাঘাত হত?’’ জবাবে সহবাগ বলেন, ‘‘তখম মাথায় অনেক কিছু ঢুকত। ভাবতাম তোমার বল এসে কি আমার গোড়ালিতে লাগবে? নাকি মাথার কাছে বাউন্সার আসবে? এই সব ভাবনা মাথায় আসত।’’

Advertisement

২০০৩ বিশ্বকাপ চলাকালীন মাঠেই অবশ্য এক বার সহবাগ ও আখতারের ঝামেলা হয়েছিল। ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন বার বার সহবাগকে বাউন্সার দিচ্ছিলেন আখতার। বলছিলেন ‘‘মেরে দেখা।’’ অনেক ক্ষণ পরে সহবাগ উত্তর দেন, ‘‘নন-স্ট্রাইকিং প্রান্তে তোমার বাবা আছে। ওকে বলে দেখাও।’’ নন-স্ট্রাইকিং প্রান্তে তখন ছিলেন সচিন তেন্ডুলকর। তিনি আখতারের বাউন্সারে আপার কাট করে ছক্কা মেরেছিলেন। তখন সহবাগ আবার আখতারকে বলেছিলেন, ‘‘দেখেছ। বাবা বাবাই হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন