রোহিত শর্মা (বাঁ দিকে) ও বিরাট কোহলি। —ফাইল চিত্র।
প্রত্যাবর্তনের পর রান পাননি। আর কত দিন তাঁদের ভারতীয় জার্সিতে দেখা যাবে, তা নিয়েও সংশয় রয়েছে। তবে সে দিকে মন নেই ভারতীয় সমর্থকদের। বলা ভাল, অস্ট্রেলিয়ায় বসবাস করা ভারতীয়দের। যে ভাবে তাঁরা রোহিত শর্মা ও বিরাট কোহলিকে অভ্যর্থনা জানিয়েছেন, তা দেখে বোঝা যাচ্ছে দুই ক্রিকেটারের জনপ্রিয়তা কতটা। অ্যাডিলেডে রোহিত, কোহলিকে কেন্দ্র করেই দীপাবলির উৎসবে মেতেছেন ভারতীয় সমর্থকেরা।
সোমবার ভারতীয় সময় গভীর রাতে অ্যাডিলেডে গিয়ে পৌঁছোয় ভারতীয় দল। তার অনেক আগে থেকেই বিমানবন্দরে ছিল ভিড়। সমর্থকদের হাতে ছিল দুই তারকার বেশ কয়েকটি পোস্টার। ছিল ফুলের তোড়া। গানের তালে নাচছিলেন তাঁরা। দুই ক্রিকেটারের নামে স্লোগান উঠছিল বিমানবন্দরে। দেখে মনে হচ্ছিল, অ্যাডিলেডে নয়, ভারতের কোনও বিমানবন্দরে রোহিত ও কোহলি নামছেন।
ভারতীয় দল বিমানবন্দর থেকে বার হওয়ার সময় সমর্থকদের উন্মাদনা বেড়ে যায়। রোহিত ও কোহলি যখন বার হচ্ছেন তখন চিৎকার সবচেয়ে বেশি হয়। তাঁদের ফুলের তোড়া দেওয়া হয়। দুই ক্রিকেটার অবশ্য দাঁড়াননি। সোজা বিমানবন্দর থেকে বার হয়ে যান। বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে উঠে হোটেলে চলে যায় দল।
অ্যাডিলেডের বিমানবন্দরের ভিড় দেখে বোঝা যাচ্ছে মাঠে ভারতীয় দর্শকদের ভিড় কতটা থাকবে। অস্ট্রেলিয়ার প্রায় সব শহরেই ভারতীয়েরা থাকেন। বিশেষ করে মেলবোর্ন ও অ্যাডিলেডে তাঁদের সংখ্যা বেশি। তাই এই দুই মাঠে ভারতের সমর্থনও অনেক থাকে। বৃহস্পতিবার মাঠ ভরাবেন ভারতীয় সমর্থকেরা।
অস্ট্রেলিয়া সিরিজ়ের শুরুটা ভাল হয়নি ভারতের। পার্থে প্রথম ম্যাচ হেরেছে ভারত। রোহিত ৮ ও কোহলি শূন্য রানে আউট হয়েছেন। অ্যাডিলেডে হারলেই সিরিজ় হারবে ভারত। এক দিনের দলের অধিনায়ক হিসাবে প্রথম সিরিজ় হারতে চাইবেন না শুভমন গিল। অ্যাডিলেডে জয়ে ফেরার মরিয়া চেষ্টা করবেন তাঁরা। তার আগে ক্রিকেটারেরা বুঝে গেলেন, উৎসবের মরসুমে অ্যাডিলেডে ভাল সমর্থন পাবেন তাঁরা।