শুভমন গিল। —ফাইল চিত্র।
বিজয় হজারে খেলে নিউ জ়িল্যান্ড সিরিজ়ের প্রস্তুতি সারছেন ভারতীয় ক্রিকেটারেরা। বিরাট কোহলি ও রোহিত শর্মা দু’টি করে ম্যাচ খেলেছেন। কোহলি আরও একটি ম্যাচ খেলতে পারেন। ঋষভ পন্থ নিয়মিত খেলছেন। যশস্বী জয়সওয়ালও বুধবার খেলতে নেমেছেন। আগামী দিনে জাতীয় দলের আরও তিন তারকাকে দেখা যাবে ভারতের ঘরোয়া এক দিনের ক্রিকেট খেলতে। তাঁরা হলেন শুভমন গিল, লোকেশ রাহুল ও রবীন্দ্র জাডেজা।
পায়ের চোটের পর এখনও জাতীয় দলে খেলতে দেখা যায়নি শুভমনকে। তার মাঝেই ধাক্কা খেয়েছেন তিনি। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন। ১১ জানুয়ারি থেকে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে শুরু এক দিনের সিরিজ়। তার আগে বিজয় হজারেতে নামবেন শুভমন।
ভারতের টেস্ট ও এক দিনের দলের অধিনায়ক শুভমন আগেই জানিয়েছিলেন, জানুয়ারি মাসে খেলবেন তিনি। এ বার জানা গেল, কবে কবে খেলবেন। ‘ক্রিকবাজ়’ জানিয়েছে, ৩ জানুয়ারি সিকিম ও ৬ জানুয়ারি গোয়ার বিরুদ্ধে পঞ্জাবের হয়ে খেলবেন শুভমন। তার পর ৭ বা ৮ জানুয়ারি দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
জাডেজাও জানিয়ে দিয়েছেন, সৌরাষ্ট্রের হয়ে দু’টি ম্যাচ খেলবেন তিনি। ৬ জানুয়ারি সার্ভিসেস ও ৮ জানুয়ারি গুজরাতের বিরুদ্ধে খেলে নিউ জ়িল্যান্ড সিরিজ়ের প্রস্তুতি সারবেন ভারতের অলরাউন্ডার। রাহুলও জানিয়েছেন যে, কর্নাটকের হয়ে খেলবেন তিনি। সম্ভবত ৩ জানুয়ারি ত্রিপুরা ও ৬ জানুয়ারি রাজস্থানের বিরুদ্ধে খেলতে দেখা যাবে তাঁকে।
ভারতীয় ক্রিকেট বোর্ড নির্দেশ দিয়েছে, জাতীয় দলে জায়গা ধরে রাখতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। যে সময় ক্রিকেটারেরা ফাঁকা থাকবেন, ঘরোয়া ক্রিকেটে নামবেন তাঁরা। চোট সারিয়ে ফেরার ক্ষেত্রেও আগে ঘরোয়া ক্রিকেট খেলে তার পর জাতীয় দলে ঢুকতে হবে। রোহিত, কোহলির মতো তারকাদের সেই নির্দেশ মানতে হচ্ছে। এ বার সেই পথে শুভমন, জাডেজা ও রাহুলও।