কামাখ্যা মন্দিরে গৌতম গম্ভীর। পুজো দিলেন ভারতীয় দলের প্রধান কোচ। ছবি: পিটিআই।
ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে গিয়েছিলেন কালীঘাট মন্দিরে। দিয়েছিলেন পুজো। তাতে অবশ্য দলের হার বাঁচাতে পারেননি গৌতম গম্ভীর। ইডেনে আড়াই দিনে দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জার হার হয়েছে ভারতের। শনিবার থেকে গুয়াহাটিতে শুরু দ্বিতীয় টেস্ট। তার আগে কামাখ্যা মন্দিরে পুজো দিতে গেলেন ভারতীয় দলের প্রধান কোচ। এ বার ফল পাবেন গম্ভীর? এ বার কি জয় আসবে?
বৃহস্পতিবার সকালে কামাখ্যা মন্দিরে যান গম্ভীর। সঙ্গে সাপোর্ট স্টাফ বা কোনও ক্রিকেটার ছিলেন না। গম্ভীর একাই ছিলেন। তিনি গিয়ে পুজো দিয়ে আসেন। বুধবার নীতীশ কুমার রেড্ডি ও সাই সুদর্শন গিয়ে কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে এসেছিলেন। গম্ভীরের জন্য নিরাপত্তার বন্দোবস্ত ছিল কঠোর। সেখান থেকে আবার টিম হোটেলে ফেরেন ভারতীয় দলের কোচ।
খেলার আগে মন্দিরে পুজো দিতে যাওয়ার রীতি গম্ভীরের নতুন নয়। ২০২৪ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হওয়ার পরেও তৎকালীন প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে নিয়ে কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন গম্ভীর। সে বার চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। তবে ইডেন টেস্টের আগে মা কালীকে পুজো দিলেও ম্যাচ জিততে পারেননি গম্ভীর। তার পরেও নিজের বিশ্বাস থেকে পিছিয়ে আসেননি তিনি। গুয়াহাটিতেও সেই ছবি দেখা গেল।
ভারতের কোচ হওয়ার পর থেকে সাদা বলের ক্রিকেটে একের পর এক সাফল্য পেয়েছেন গম্ভীর। অপরাজিত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ জিতেছেন। কিন্তু লাল বলের ক্রিকেটে তাঁর কোচিং কেরিয়ার ভাল যাচ্ছে না। দেশের মাটিতে নিউ জ়িল্যান্ডের কাছে চুনকাম হতে হয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাওস্কর ট্রফি হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারেনি ভারত। দক্ষিণ আফ্রিকার কাছেও প্রথম টেস্টে হারতে হয়েছে।
বার বার টেস্টে এ ভাবে হারের কারণে গম্ভীরকে কাঠগড়ায় তোলা হয়েছে। ঘূর্ণি পিচে খেলানো নিয়ে তাঁর যুক্তি, তার সমালোচনা চলছে। পাশাপাশি প্রথম একাদশে এত জন অলরাউন্ডার খেলানো নিয়েও প্রশ্ন উঠছে। গুয়াহাটিতে ভারত জিতলে হয়তো সমালোচনা কিছুটা কমবে। কিন্তু যদি ভারত হারে তা হলে গম্ভীরের উপর চাপ আরও বাড়বে। এই পরিস্থিতিতে কামাখ্যা দর্শন করলেন গম্ভীর। এখন দেখার, দ্বিতীয় টেস্টে গম্ভীর শেষ হাসি হাসতে পারেন কি না।