India Vs Australia Series 2025

সিরিজ় সেরা রোহিতকে বিশেষ পুরস্কার ভারতীয় দলের! শর্মার পাশাপাশি আরও এক ক্রিকেটারের প্রশংসায় গম্ভীর

অস্ট্রেলিয়ায় সিরিজ়ের সেরার পুরস্কার পেয়েছেন রোহিত শর্মা। পাশাপাশি ভারতীয় দলও বিশেষ পুরস্কার দিয়েছে তাঁকে। রোহিতের প্রশংসা করেছেন গৌতম গম্ভীরও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৩:৩৪
Share:

গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

কোচের প্রশংসা কুড়িয়েই অস্ট্রেলিয়া ছেড়েছেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে সবচেয়ে বেশি রান করায় সিরিজ় সেরার পুরস্কার পেয়েছেন তিনি। ভারতীয় দলও বিশেষ পুরস্কার দিয়েছে রোহিতকে।

Advertisement

সিরিজ় হারলেও সিডনিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে ভারত। শতরান করেছেন রোহিত। তাঁর ১২১ ও বিরাট কোহলির ৭৪ রানের ইনিংসে জিতেছে ভারত। দলের খেলায় মুখে হাসি ফিরেছে গম্ভীরের। খেলা শেষে সাজঘরে ক্রিকেটারদের উদ্বুদ্ধ করেছেন কোচ। গম্ভীর বলেছেন, “এই ম্যাচে আমরা নেমেছিলাম বিশেষ কিছু করার জন্য। আমরা মরিয়া ছিলাম। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সেটা দিয়েছি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সব ক্ষেত্রে দাপট দেখিয়েছি।”

রোহিত ও কোহলি খেলা শেষ করে ফিরেছেন। সেটাই সবচেয়ে বেশি স্বস্তি দিয়েছে গম্ভীরকে। তিনি বলেছেন, “ব্যাট করার সময় শুভমন ও রোহিতের শুরুটা খুব ভাল হয়েছিল। ওরা ভিত তৈরি করেছিল। পরে রোহিত ও কোহলির জুটি অসাধারণ। ওরা খেলা শেষ করেছে। রোহিতের কথা আলাদা করে বলতেই হবে। ও শতরান করেছে। তবে সব থেকে ভাল, ওরা খেলা শেষ করেছে। রান তাড়া করতে নেমে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

Advertisement

ব্যাটারদের কাজ সহজ করে দিয়েছেন বোলারেরা। ২৩৬ রানে অল আউট হয়েছে অস্ট্রেলিয়া। বোলারদের অবদানেরও প্রশংসা করেছেন গম্ভীর। তিনি বলেছেন, “বোলারেরা দুর্দান্ত বল করেছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার শুরুটা যে ভাবে হয়েছিল। ১০ ওভারে ৬৩ রান করেছিল। সেখান থেকে ওদের ২৩৬ রানে আটকে রাখা মুখের কথা নয়।”

তার পরেই বিশেষ এক জনের কথা শোনা গিয়েছে গম্ভীরের মুখে। হর্ষিত রানা। সিডনিতে ৪ উইকেট নিয়েছেন হর্ষিত। তাঁর দলে জায়গা পাওয়া নিয়ে কম বিতর্ক হয়নি। গম্ভীরের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও উঠেছে। তাই হয়তো গম্ভীর বেশি আনন্দ পেয়েছেন। তিনি বলেছেন, “আমি আলাদা করে হর্ষিতের নাম করব। ও দুর্দান্ত বল করেছে। ওকে একটা কথাই বলব। মাটিতে পা দিয়ে চলো। এখন সবে শুরু। এখনও অনেক পথ চলা বাকি।”

সিরিজ়ের ইমপ্যাক্ট প্লেয়ার হয়েছেন রোহিত। তাঁর হাতে পুরস্কার তুলে দিয়েছেন দলের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লি রু। তিনি বলেছেন, “এটাই দলের সঙ্গে আমার প্রথম সিরিজ়। সকলের সঙ্গে ভাল সম্পর্ক তৈরি হয়েছে। দুর্দান্ত একটা দল। মাঠে নেমে সেটা ওরা দেখিয়েছে। রোহিত অসাধারণ। ও এই পুরস্কার যোগ্য।”

এক দিনের সিরিজ় শেষে ফিরে এসেছেন রোহিত ও কোহলি। তবে গম্ভীর অস্ট্রেলিয়াতেই রয়েছেন। সামনে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ। সেই সিরিজ় শেষে দেশে ফিরবেন গম্ভীর। আপাতত কুড়ি-বিশের লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement