India vs England

‘রোহিত এমনই খেলে’, শতরান করা অধিনায়কের প্রশংসা সহ-অধিনায়ক শুভমনের মুখে

রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে নেমেছিলেন ৩০৫ রানের লক্ষ্য মাথায় নিয়ে। রবিবার শুভমন ৬০ রান করলেন। ভারতের সহ-অধিনায়ক ধারাবাহিকতা দেখাতে শুরু করেছেন। ম্যাচ জিতে তাঁর গলায় অধিনায়কের প্রশংসা শোনা গেল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৯
Share:

শুভমন গিল এবং রোহিত শর্মা। ছবি: পিটিআই।

গত ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমে ৮৭ রান করেছিলেন শুভমন গিল। রবিবার ফিরলেন নিজের জায়গা ওপেনিংয়ে। রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে নেমেছিলেন ৩০৫ রানের লক্ষ্য মাথায় নিয়ে। রবিবার শুভমন ৬০ রান করলেন। ভারতের সহ-অধিনায়ক ধারাবাহিকতা দেখাতে শুরু করেছেন। ম্যাচ জিতে তাঁর গলায় অধিনায়কের প্রশংসা শোনা গেল।

Advertisement

নাগপুরে ম্যাচের সেরা হয়েছিলেন শুভমন। কটকে হলেন রোহিত। রবিবার ৯০ বলে ১১৯ রান করলেন ভারত অধিনায়ক। রোহিত-শুভমন জুটিতে ১৩৬ রান উঠল। ম্যাচ শেষে শুভমন বলেন, “ব্যাট করতে নেমে ভাল লাগছিল। আর উল্টো দিকে রোহিত ভাই থাকলে কাজটা অনেক সহজ হয়ে যায়। যে ভাবে বোলারদের উপর দাপট দেখাচ্ছিল! গত দু’বছর ধরে এক দিনের ক্রিকেটে এই ভাবেই ব্যাট করতে দেখছি ওকে। রোহিত যে ভাবে বোলারদের শাসন করছিল, সেটা দেখার মতো।”

রোহিত এক দিনের ক্রিকেটে শেষ বার শতরান করেছিলেন ২০২৩ সালে। বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করেছিলেন তিনি। তার পর থেকে ৫০ ওভারের ক্রিকেটে মাত্র দু’টি ইনিংসে ১০ রানের কমে আউট হয়েছিলেন। প্রায় সব ম্যাচেই ৪০-এর উপর রান করেছিলেন রোহিত। এক দিনের ক্রিকেটে সত্যিই কখনও ফর্মহীন দেখায়নি। কিন্তু টেস্টে ভারতের ভরাডুবি প্রশ্ন তুলে দিয়েছিল তাঁর ব্যাটিং নিয়ে। সাদা বলের ক্রিকেটে ফিরে রোহিত সমালোচকদের উত্তর দিতেই পারেন।

Advertisement

ভারতের পরের ম্যাচ অহমদাবাদে। বুধবার সেই ম্যাচের আগেই সিরিজ় জিতে নিয়েছে ভারত। এখন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির দিকেই মন দেবে তারা। আগামী ম্যাচে হয়তো অর্শদীপ সিংহ, ঋষভ পন্থদের খেলিয়ে দেখে নিতে চাইবেন কোচ গৌতম গম্ভীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement