Asia Cup 2025

এশিয়া কাপে ওমান ম্যাচের আগেই সুখবর ভারতীয় শিবিরে, টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর বোলার হলেন দলের স্পিনার

ভারতের টি-টোয়েন্টি দলে ফেরার পর থেকে পারফরম্যান্স ক্রমশ ভাল হয়েছে তাঁর। সেই বোলার এ বার পুরস্কার পেলেন ধারাবাহিক ভাল খেলার। টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর বোলার হলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৬
Share:

ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।

ভারতের টি-টোয়েন্টি দলে ফেরার পর থেকে পারফরম্যান্স ক্রমশ ভাল হয়েছে তাঁর। প্রথম বার সুযোগ পেয়ে হতাশ করলেও দ্বিতীয় বার তাঁর বোলিংয়ে মুগ্ধ সকলেই। সেই বরুণ চক্রবর্তী এ বার পুরস্কার পেলেন ধারাবাহিক ভাল খেলার। টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর বোলার হলেন তিনি। বুধবার নতুন তালিকা প্রকাশ্যে এসেছে। এক নম্বর ব্যাটারও একজন ভারতীয়, অভিষেক শর্মা।

Advertisement

টি-টোয়েন্টিতে তৃতীয় ভারতীয় বোলার হিসাবে এক নম্বর হওয়ার কৃতিত্ব অর্জন করলেন বরুণ। কেরিয়ারে প্রথম বার এক নম্বর হলেন তিনি। আগে এই কাজ করে দেখিয়েছেন জসপ্রীত বুমরাহ এবং রবি বিষ্ণোই। বুমরাহ এশিয়া কাপে খেলছেন। এখন টি-টোয়েন্টি দল থেকে ইদানীং বেশ কিছুটা দূরেই বিষ্ণোই। তিনি র‌্যাঙ্কিংয়েও দু’ধাপ নেমে আটে রয়েছেন।

বরুণ একে আসায় নিউ জ়িল্যান্ডের জেকব ডাফি নেমেছেন দুইয়ে। তিনে রয়েছেন আকিল হোসেন। বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন বরুণ। তার পর থেকে ধারাবাহিক ভাবে ভাল খেলছেন। এশিয়া কাপে দু’টি ম্যাচে ২ উইকেট নিয়েছেন।

Advertisement

ব্যাটিং বিভাগে এক নম্বরে নিজের জায়গা পোক্ত করেছেন অভিষেক। এশিয়া কাপের দু’টি ম্যাচেই ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। বেড়েছে স্ট্রাইক রেটও। এই মুহূর্তে তাঁর র‌্যাঙ্কিং ৮৮৪, যা তাঁর কেরিয়ারের সর্বোচ্চ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ১৪১ রান করে দ্বিতীয় স্থানে এসেছেন ইংল্যান্ডের ফিল সল্ট। তিনে তাঁরই সতীর্থ জস বাটলার। প্রথম দশে থাকা ভারতীয়দের মধ্যে চারে রয়েছেন তিলক বর্মা এবং সাতে সূর্যকুমার যাদব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement