Suryakumar Yadav in T20I Rankings

টি২০ ক্রমতালিকায় এক ধাপ নামলেন সূর্য, প্রথম তিনে ঢুকে পড়লেন ভারতের আরও এক ব্যাটার

টি-টোয়েন্টিতে আইসিসি-র ব্যাটারদের তালিকায় রদবদল। এক ধাপ নেমে গেলেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। উল্টো ছবি দেখা গেল তিলক বর্মার ক্ষেত্রে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ২১:০৮
Share:

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

চলতি বছর ফেব্রুয়ারি মাসে শেষ টি-টোয়েন্টি সিরিজ় খেলেছিল ভারত। চার মাস কুড়ি-বিশের ফরম্যাট না খেললেও টি-টোয়েন্টিতে আইসিসি-র ক্রমতালিকায় জায়গা বদল হল ভারতীয় ক্রিকেটারদের। এক ধাপ নেমে গেলেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। উল্টো ছবি দেখা গেল তিলক বর্মার ক্ষেত্রে।

Advertisement

আইসিসি-র যে নতুন ক্রমতালিকা প্রকাশিত হয়েছে তাতে সূর্য ছ’নম্বরে। পাঁচ থেকে ছয়ে নেমেছেন তিনি। সূর্যকে টপকেছেন জস বাটলার। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ়ে ভাল খেলেছেন ইংল্যান্ডের অধিনায়ক। সেই কারণে তাঁর পয়েন্ট বেড়েছে। ৭৭২ পয়েন্ট নিয়ে প্রথম পাঁচে ঢুকে পড়েছেন তিনি। সূর্যের পয়েন্ট ৭৩৯।

সূর্য এক ধাপ নামলেও এক ধাপ উঠেছেন তিলক। চার থেকে তিন নম্বরে উঠেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে রান পাননি ফিল সল্ট। ইংল্যান্ডের ব্যাটারের পয়েন্ট কমেছে। ৭৯১ পয়েন্ট নিয়ে তিন থেকে চার নম্বরে নেমেছেন সল্ট। ৮০৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠেছেন তিলক।

Advertisement

ব্যাটারদের তালিকায় প্রথম তিনে ভারতের দু’জন রয়েছেন। এত দিন দ্বিতীয় স্থানে ছিলেন অভিষেক শর্মা। তাঁর পয়েন্ট ৮২৯। অভিষেকের পরেই এখন তিলক। তালিকার শীর্ষে অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড। তাঁর পয়েন্ট ৮৫৬। প্রথম দশে ভারতের চার জন্য ব্যাটার রয়েছেন। অভিষেক, তিলক ও সূর্যের পাশাপাশি দশম স্থানে রয়েছেন যশস্বী জয়সওয়াল। ৬৭৩ পয়েন্ট তাঁর।

টি-টোয়েন্টির বোলারদের তালিকায় প্রথম দশে ভারতের তিন জন রয়েছেন। তিন নম্বরে রয়েছেন বরুণ চক্রবর্তী (৭০৬)। সপ্তম স্থানে রবি বিশ্নোই (৬৭৪) ও দশম স্থানে অর্শদীপ সিংহ (৬৫৩) নিজেদের জায়গা ধরে রেখেছেন। ১২ নম্বরে রয়েছেন অক্ষর পটেল। তাঁংর পয়েন্ট ৬৩৬। টি-টোয়েন্টির অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের হার্দিক পাণ্ড্য। তাঁর পয়েন্ট ২৫২। এই তালিকায় প্রথম দশে ভারতের আর কেউ নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement