Virat Kohli

Virat Kohli: রোহিত, কোহলীরা নন, ইংল্যান্ডের বিরুদ্ধেও টি-টোয়েন্টি সিরিজ খেলবে হার্দিকের দল

ইংল্যান্ডে টেস্ট ম্যাচের মাত্র এক দিন পরেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। রোহিত, কোহলীদের বিশ্রাম দিতে তাঁদের খেলাতে চাইছে না বিসিসিআই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ জুন ২০২২ ১৯:৫০
Share:

বিরাট কোহলী ও রোহিত শর্মা। ফাইল ছবি।

রোহিত শর্মা, বিরাট কোহলীরা নন। ইংল্যান্ডের বিরুদ্ধেও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেন হার্দিক পাণ্ড্য, দীনেশ কার্তিকরাই।

Advertisement

ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ হওয়ার কথা এক থেকে পাঁচ জুলাই। সাত জুলাই শুরু হবে দু’দেশের টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট পাঁচ দিন ধরে চললে মাঝে মাত্র এক দিন। অর্থাৎ, পর্যাপ্ত বিশ্রামের সুযোগই পাবেন না রোহিত, কোহলীরা। এই পরিস্থিতিতে হার্দিকের নেতৃত্বে আয়ারল্যান্ড সফরের দলকেই ইংল্যান্ডের বিরুদ্ধেও খেলাতে চাইছে বিসিসিআই। আয়ারল্যান্ডে ২৮ জুন দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলেই ইংল্যান্ড চলে যাবেন হার্দিকরা। সেখানে টেস্ট ম্যাচ চলাকালীন কুড়ি ওভারের দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবেন তাঁরা। পরে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও হার্দিকের নেতৃত্বাধীন দল খেলবে।

ঠাসা সূচি ছাড়াও বোর্ড কর্তারা মনে করছেন টেস্টের পরেই টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হলে সমস্যা হতে পারে রোহিত, কোহলীদের। খারাপ হতে পারে পারফরম্যান্স। তাই আয়ারল্যান্ডের দলকেই ইংল্যান্ড উড়িয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়রা।

Advertisement

জাতীয় নির্বাচকরা এখনও ইংল্যান্ড সফরের জন্য সীমিত ওভারের ক্রিকেটের দল নির্বাচন করেননি। ফলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলা দলকে ইংল্যান্ড পাঠাতে কোনও সমস্যা নেই।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন