Smriti Mandhana

বিশ্বজয়ী স্মৃতি, হরমনপ্রীতেরা আবার কবে দেশের জার্সি গায়ে নামবেন, জানা গেল তারিখ, নতুন সিরিজ়ের ঘোষণা বোর্ডের

বিশ্বজয়ের পর ভারতের মহিলা ক্রিকেট দলের সঙ্গে বাংলাদেশের সীমিত ওভারের সিরিজ় বাতিল হয়ে গিয়েছে। নতুন সিরিজ় খেলবে ভারতের মহিলা দল। শুক্রবার সেই সূচি ঘোষণা করেছে বোর্ড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১৯:৪৪
Share:

স্মৃতি মন্ধানা। — ফাইল চিত্র।

দেশের মাটিতে বিশ্বজয়ের পর বাংলাদেশের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ় খেলার কথা ছিল ভারতের মহিলা ক্রিকেট দলের। সেই সিরিজ় বাতিল হয়ে গিয়েছে। এ বার নতুন সিরিজ় খেলবে ভারতের মহিলা দল। শুক্রবার সেই সূচি ঘোষণা করেছে বোর্ড।

Advertisement

জানানো হয়েছে, আগামী ২১-৩০ ডিসেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলবে ভারত। দু’টি মাঠে খেলা হবে। প্রথম দু’টি ম্যাচে হবে বিশাখাপত্তনমে। বাকি তিনটি ম্যাচ হবে তিরুঅনন্তপুরমে।

আসল সূচি অনুযায়ী, ভারতের মহিলা দলের সিরিজ় খেলার কথা ছিল ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে। দু’দেশের কূটনৈতিক সম্পর্কের কারণে সেই সিরিজ় বাতিল হয়ে গিয়েছে। ২০১৬-র পর এই প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ় খেলতে ভারতে আসছে শ্রীলঙ্কা। আগের বার ভারত জিতেছিল ৩-০ ব্যবধানে।

Advertisement

এ বছর জুলাইয়ে শেষ বার টি-টোয়েন্টি সিরিজ় খেলেছিল ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই সিরিজ়‌ে ৩-২ জিতেছিল তারা।

ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজ়ের সূচি অনুযায়ী ২১ এবং ২৩ ডিসেম্বর প্রথম দু’টি ম্যাচ হবে বিশাখাপত্তনমে। পরের ম্যাচগুলি যথাক্রমে ডিসেম্বরের ২৬, ২৮ এবং ৩০ তারিখ। তবে তিরুঅনন্তপুরমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement