(বাঁ দিকে) হ্যারিস রউফ এবং অর্শদীপ সিংহ (ডান দিকে)। —ফাইল চিত্র।
এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারত-পাকিস্তান ম্যাচে বিক্ষিপ্ত উত্তেজনা তৈরি হয়েছিল। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় হাতের ইশারায় বিশেষ ইঙ্গিত করেছিলেন হ্যারিস রউফ। অপারেশন সিঁদুরের সময় ভারতের রাফাল যুদ্ধ বিমান ধ্বংস নিয়ে পাকিস্তানের দাবির কথা মনে করাতে চেয়েছিলেন। তাঁকে পাল্টা জবাব দিলেন ভারতের জোরে বোলার অর্শদীপ সিংহ।
সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে অর্শদীপের ভিডিয়ো। তাতে তিনিও রউফের মতো হাতের ইশারায় বিমান ওড়ানোর ভঙ্গি করেছেন। তার পর হাত ঘুরিয়ে কোমরের দিকে ইঙ্গিত করেছেন। অর্শদীপ হয়তো বোঝাতে চেয়েছেন, ভারতের যুদ্ধবিমান পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছিল। ভারত-পাক ম্যাচে একাধিক উত্তেজনার কেন্দ্রে ছিলেন পাক জোরে বোলার রউফ। অক্রিকেটীয় আচরণের জন্য তাঁকে সমালোচিতও হতে হয়েছে।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুর একটা সময় পর্যন্ত এ বারের এশিয়া কাপকেই অনিশ্চিত করে তুলেছিল। রাজনৈতিক জয় কাটিয়ে প্রতিযোগিতা আয়োজন সম্ভব হলেও ভারত-পাক উত্তেজনা রয়েছে যথেষ্ট। গ্রুপ পর্বের ম্যাচে টসের সময় প্রথা অনুযায়ী পাক অধিনায়ক সলমন আঘার সঙ্গে করমর্দন করতে চাননি সূর্যকুমার যাদব। খেলার পরও বন্ধ করে দেওয়া হয় ভারতীয় সাজঘরের দরজা। ক্ষুব্ধ পাকিস্তান শিবির কাঠগড়ায় তুলে ছিল সেই ম্যাচের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে। তাঁকে এশিয়া কাপের দায়িত্ব থেকেই সরিয়ে দেওয়ার দাবি জানানো হয় আইসিসির কাছে। আইসিসি অবশ্য পাকিস্তানের সেই দাবি মেনে নেয়নি।
মাঠের বাইরের লড়াইয়ে খুব একটা সুবিধা করতে না পারায় সুপার ফোরের ম্যাচে পাক ক্রিকেটারেরা ছিলেন একটু আগ্রাসী মেজাজে। বিশেষ করে রউফের আচরণে বার বার তা ধরা পড়েছিল। তাঁর বিদ্রুপের পাল্টা জবাব দিয়েছেন অর্শদীপ।