India vs England 2025

এজবাস্টন টেস্টে ভারতীয় দলে একটি বদল হচ্ছেই, কে ঢুকবেন দলে? ইঙ্গিত দিলেন সহকারী কোচ দুশখাতে

লিডস টেস্টে হারের পর অতিরিক্ত স্পিনার না খেলানো নিয়ে সমালোচনা হয়েছে। এজবাস্টনে হয়তো সেই ভুল আর করবে না ভারত। সোমবার সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়ে দিয়েছেন, তাঁরা দুই স্পিনার খেলবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ২৩:০৭
Share:

ভারতীয় ক্রিকেট দল। ছবি: সমাজমাধ্যম।

লিডস টেস্টে হারের পর থেকে ভারতীয় দলের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে কাটাছেঁড়া হয়েছে। তার মধ্যে একটি হল, অতিরিক্ত স্পিনার না খেলানো। এজবাস্টনে হয়তো সেই ভুল আর করবে না ভারত। সোমবার সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়ে দিয়েছেন, তাঁরা দুই স্পিনার খেলবেন। তবে কারা খেলবেন তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

Advertisement

এ দিন সাংবাদিক বৈঠকে দুশখাতে বলেছেন, “দুই স্পিনার খেলানোর জোরালো সম্ভাবনা রয়েছে। শুধু কোন দু’জনকে খেলানো হবে সেটা ঠিক হয়নি। ব্যাটিং গভীরতা অনুযায়ী সেটা ঠিক করা হবে। তবে তিন স্পিনারই অনুশীলনে খুব ভাল বল করছে।”

কুলদীপের পাশাপাশি উঠে এসেছে ওয়াশিংটন সুন্দরের নাম। কারণ তিনি ব্যাটটা ভাল করতে পারেন। দুশখাতে বলেছেন, “ওয়াশি খুব ভাল ব্যাট করছে। তা হলে কোন দু’জনকে খেলানো উচিত? অলরাউন্ডার স্পিনার না কি পুরোপুরি স্পিনার? তা ছাড়া এক জন বোলার-অলরাউন্ডারকেও খেলাতে হবে। আমাদের হাতে এখন অনেক বিকল্প রয়েছে।”

Advertisement

দুশখাতের সংযোজন, “উইকেটে এখন ১১ মিলিমিটার ঘাস রয়েছে। তবে দেখে মনে হচ্ছে অনেকটাই ঘাস। বুধবার বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই দু’ধরনের বিকল্পই হাতে রাখতে হচ্ছে।”

আগের ম্যাচে শার্দূল ঠাকুর ব্যাট-বল, কোনও কিছুতেই দলের হয়ে অবদান রাখতে পারেননি। তাই দ্বিতীয় টেস্টে নীতীশ রেড্ডির খেলার সম্ভাবনা জোরদার হচ্ছে। দুশখাতেও সেই ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, “ম্যাচ খেলার খুব কাছাকাছি রয়েছে ও। অস্ট্রেলিয়ায় খুব ভাল খেলেছে। দলে এসে নিজের মতো করে খেলেছে। আমি মনে করি, আগের ম্যাচেও দলের ভারসাম্য ঠিকঠাক ছিল। শার্দূল কিছুটা এগিয়েছিল বলে ওকে খেলানো হয়েছে। আপাতত নতুন করে ভাবনাচিন্তা করা হচ্ছে। ব্যাটিং অলরাউন্ডারকে দলে নেওয়ার ব্যাপারে ভাবছি আমরা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement