India vs South Africa 2025

‘আমার সময়ে হলে সকলের আগে দায় নিতাম’, টেস্টে ভরাডুবি নিয়ে গম্ভীরকে একহাত শাস্ত্রীর

রবি শাস্ত্রী কোচ থাকার সময় টেস্ট ক্রিকেটে দাপট দেখিয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। সর্বত্র ভাল ফল করেছিল। পরে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে রোহিত শর্মার নেতৃত্বেও সেই ধারা বজায় ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১৫:০০
Share:

(বাঁ দিকে) রবি শাস্ত্রী এবং গৌতম গম্ভীর (ডান দিকে)। —ফাইল চিত্র।

ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের বিপর্যয় মেনে নিতে পারছেন না রবি শাস্ত্রী। ভারতীয় দলের প্রাক্তন কোচ একহাত নিলেন গৌতম গম্ভীরকে। শাস্ত্রীর বক্তব্য, ভরাডুবির দায় নিতে হবে কোচকেই। তাঁর সময়ে এমন হলে তিনিই দায় নিতেন।

Advertisement

২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে দেশের মাটিতে চারটি টেস্ট হেরেছিল ভারত। গম্ভীর জমানায় গত এক বছরে সেই রেকর্ড ভেঙে গিয়েছে! ভারতীয় ব্যাটারেরা স্পিনও খেলতে পারছেন না। একটি পডকাস্টে শাস্ত্রী বলেছেন, ‘‘গুয়াহাটিতে একটা সময় আমাদের রান ছিল ১ উইকেটে ১০০। সেখান থেকে ৭ উইকেটে ১৩০! কী করে হয় এমন? আমাদের দল তো এত খারাপ নয়। যথেষ্ট প্রতিভাবান ক্রিকেটারেরা রয়েছে। ক্রিকেটারদের দায়িত্ব নিতে হবে। ওরা তো স্পিন খেলেই বড় হয়েছে।’’

আপনি কি কোচ গম্ভীরকে আড়াল করতে চাইছেন? শাস্ত্রী বলেছেন, ‘‘আমি কাউকে বাঁচাতে চাইছি না। গম্ভীরের হয়ে সাফাই দিচ্ছি না। ও অবশ্যই ১০০ শতাংশ দায়ী। আমার সময়ে এমন দুরবস্থা হলে অবশ্যই আমি দায় নিতাম। সকলের আগে নিজের দায় স্বীকার করতাম। সাজঘরে ফিরেও কাউকে ছাড়তাম না। দলের বৈঠকে ক্রিকেটারদের দায়িত্বের কথা মনে করিয়ে দিতাম।’’

Advertisement

শাস্ত্রী কোচ থাকার সময় টেস্ট ক্রিকেটে দাপট দেখিয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। বিশ্বের সর্বত্র ভাল ফল করেছে। পরে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে রোহিত শর্মার নেতৃত্বেও সেই ধারা অব্যাহত ছিল। কিন্তু গম্ভীর কোচ হওয়ায় ছবিটা বদলে গিয়েছে। নিউ জ়িল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকাও ভারতীয় দলকে ঘরের মাঠে চুনকাম করেছে। অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ় হারতে হয়েছে। একের পর এক ব্যর্থতায় ক্ষুব্ধ শাস্ত্রী।

গম্ভীর টেস্টের ব্যর্থতার দায় যে ভাবে ব্যাটারদের ঘাড়ে চাপাচ্ছেন বা সাদা বলের ক্রিকেটে সাফল্যের কথা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, তা-ও পছন্দ নয় শাস্ত্রীর। টেস্ট ক্রিকেটে ভারতের এই দুরবস্থা কোনও ভাবেই মানতে পারছেন না কোহলি-রোহিতদের প্রাক্তন কোচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement