India's Probable XI Against Bangladesh in Asia Cup 2025

পাকিস্তান ম্যাচের জয়ী দলেও কি বদল করবে ভারত? বুধবার বাংলাদেশের বিরুদ্ধে সূর্যদের সম্ভাব্য একাদশে কারা

বুধবার সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। সেই ম্যাচে ভারতের প্রথম একাদশে কি কোনও বদল হবে? নাকি আগের ম্যাচের দলই খেলাবেন গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদবেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৯
Share:

ভারতীয় দলের কয়েক জন ক্রিকেটার। —ফাইল চিত্র।

এশিয়া কাপে এখনও পর্যন্ত অপরাজিত ভারত। আগের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে তারা। বুধবার সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। সেই ম্যাচে ভারতের প্রথম একাদশে কি কোনও বদল হবে? নাকি আগের ম্যাচের দলই খেলাবেন গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদবেরা। খোঁজ নিয়ে দেখল আনন্দবাজার ডট কম।

Advertisement

ভারতের সম্ভাব্য একাদশ:

সাধারণত জয়ী দলে বদল করা হয় না। কিন্তু মাঠ, পরিবেশ ও প্রতিপক্ষ দেখে তাতে কিছু বদল হতে পারে। তবে এ বারের এশিয়া কাপে ভারত শুরু থেকে যে দল খেলিয়েছে, বাংলাদেশের বিরুদ্ধেও সেই দলই খেলাবেন গম্ভীরেরা। অন্তত তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

Advertisement

১) অভিষেক শর্মা— এশিয়া কাপের প্রতিটি ম্যাচেই রান করেছেন। সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ইনিংস দলকে জিতিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধেও ওপেন করবেন তিনি। পাশাপাশি তাঁর স্পিন বোলিংও সাহায্য করবে দলকে।

২) শুভমন গিল— দলের সহ-অধিনায়ক। গ্রুপ পর্বে চুপ থাকলেও সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে রান করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে তিনি দলের বড় ভরসা।

৩) তিলক বর্মা— অভিষেকের মতো তিলকও ফর্মে রয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে ফেরা তিলক খেলবেন তিন নম্বরে।

৪) সূর্যকুমার যাদব— দলের অধিনায়ক। সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে রান পাননি। তবে অধিনায়কত্ব ভাল করছেন তিনি।

৫) সঞ্জু স্যামসন— পাকিস্তানের বিরুদ্ধে ছন্দ পাচ্ছিলেন না। তবে উইকেটের পিছনে ভাল দেখাচ্ছে তাঁকে। বাংলাদেশ ম্যাচেও খেলবেন তিনি।

৬) হার্দিক পাণ্ড্য— বল ভাল করলেও এখনও বড় রান করতে পারেননি। ব্যাট হাতে বেশি সুযোগ পাননি তিনি। বাংলাদেশের বিরুদ্ধে সুযোগ পেলে বড় রান করতে চাইবেন হার্দিক।

৭) শিবম দুবে— হার্দিকের পাশাপাশি আর এক পেসার অলরাউন্ডার হিসাবে খেলবেন শিবম। পাকিস্তানের বিরুদ্ধে বল হাতে নজর কেড়েছেন তিনি। শিবম দলের বড় ভরসা।

৮) অক্ষর পটেল— পাকিস্তানের বিরুদ্ধে মাত্র এক ওভার বল করেছিলেন। ব্যাট করতে হয়নি। তবু বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে খেলবেন অক্ষর।

৯) কুলদীপ যাদব— চলতি এশিয়া কাপে ভারতের সেরা বোলার। গ্রুপ পর্বে পর পর দু’ম্যাচের সেরা হয়েছেন। আগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দাপট দেখাতে না পারলেও বাংলাদেশের বিরুদ্ধে ছন্দ ফিরে পেতে চাইবেন তিনি।

১০) জসপ্রীত বুমরাহ— পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে খারাপ বল করেছেন। কিন্তু সূর্য জানিয়ে দিয়েছেন, তাঁর দলে বোলিং আক্রমণের নেতা বুমরাহ। বাংলাদেশের বিরুদ্ধে ছন্দে ফিরতে চাইবেন বুমরাহ।

১১) বরুণ চক্রবর্তী— পাকিস্তানের বিরুদ্ধে ভাল বল করলেও বেশি উইকেট পাননি। বাংলাদেশের বিরুদ্ধে উইকেট নেওয়ার লক্ষ্যে ঝাঁপাবেন বরুণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement