ভারতীয় দলের কয়েক জন ক্রিকেটার। —ফাইল চিত্র।
রবিবার এশিয়া কাপের ফাইনাল। এক ম্যাচ বাকি থাকতেই ফাইনালে উঠে গিয়েছে ভারত। তার আগে শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের শেষ ম্যাচ খেলতে নামবে ভারত। এই ম্যাচ নিয়মরক্ষার। এই ম্যাচের উপর কিছু নির্ভর করছে না। সেই কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে কয়েকটি বদল হতে পারে ভারতীয় দলে। রিজ়ার্ভ বেঞ্চের ক্রিকেটারদের দেখে নিতে পারেন প্রধান কোচ গৌতম গম্ভীর।
ভারতের সম্ভাব্য একাদশ:
সাধারণত জয়ী দলে বদল করা হয় না। কিন্তু মাঠ, পরিবেশ ও প্রতিপক্ষ দেখে তাতে কিছু বদল হতে পারে। এশিয়া কাপে পর পর ম্যাচ খেলতে হচ্ছে। সেই কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি বদল হতে পারে ভারতীয় দলে।
১) অভিষেক শর্মা— এশিয়া কাপের প্রতিটি ম্যাচেই রান করেছেন। সুপার ফোরে পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে তাঁর ইনিংস দলকে জিতিয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধেও ওপেন করবেন তিনি। পাশাপাশি তাঁর স্পিন বোলিংও সাহায্য করবে দলকে।
২) শুভমন গিল— দলের সহ-অধিনায়ক। গ্রুপ পর্বে চুপ থাকলেও সুপার ফোরে পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে রান করেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি দলের বড় ভরসা।
৩) তিলক বর্মা— অভিষেকের মতো তিলকও ফর্মে রয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে ফেরা তিলক খেলবেন তিন নম্বরে।
৪) সূর্যকুমার যাদব— দলের অধিনায়ক। সুপার ফোরে পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে রান পাননি। তবে অধিনায়কত্ব ভাল করছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে রানে ফিরতে চাইবেন সূর্য।
৫) সঞ্জু স্যামসন— পাকিস্তানের বিরুদ্ধে ছন্দ পাননি। বাংলাদেশের বিরুদ্ধে নামতেই পারেননি। তবে উইকেটের পিছনে তাঁর ভূমিকা সন্তোষজনক। শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট করতে চাইবেন সঞ্জু।
৬) হার্দিক পাণ্ড্য— বাংলাদেশের বিরুদ্ধে রান করেছেন। বল হাতেও গুরুত্বপূর্ণ ভূূূমিকা নিচ্ছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবেন হার্দিক।
৭) রিঙ্কু সিংহ— একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটে-বলে ব্যর্থ শিবম দুবে। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে রিঙ্কুকে খেলিয়ে দেখে নিতে পারেন গম্ভীর।
৮) অক্ষর পটেল— বাংলাদেশের বিরুদ্ধে ভাল খেলেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধেও প্রথম একাদশে থাকবেন অক্ষর।
৯) কুলদীপ যাদব— চলতি এশিয়া কাপে ভারতের সেরা বোলার। গ্রুপ পর্বে পর পর দু’ম্যাচের সেরা হয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধেও ৩ উইকেট নিয়েছেন। ছন্দ ধরে রাখতে চাইবেন কুলদীপ।
১০) অর্শদীপ সিংহ— এশিয়া কাপে একটি ম্যাচই খেলেছেন অর্শদীপ। ফাইনালের আগে বিশ্রাম দেওয়া হতে পারে জসপ্রীত বুমরাহকে। বদলে খেলতে পারেন বাঁহাতি পেসার অর্শদীপ।
১১) হর্ষিত রানা— গ্রুপ পর্বে ওমানের বিরুদ্ধে খেলেছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধেও খেলানো হতে পারে হর্ষিতকে। বিশ্রাম পেতে পারেন বরুণ চক্রবর্তী। অভিষেক ও রিঙ্কু থাকায় অতিরিক্ত এক পেসার খেলানোর সুযোগ রয়েছে গম্ভীরদের।