Sanju Samson

১ বলে ২ ছক্কা, ১৩ রান! এশিয়া কাপের আগে ব্যাট হাতে তাণ্ডব সঞ্জুর

কেরল ক্রিকেট লিগে ভাল ফর্মে রয়েছেন সঞ্জু স্যামসন। শতরান করার দু’দিন পরেই তাঁর ব্যাট থেকে এল ৮৯ রানের ইনিংস। এশিয়া কাপের আগে সঞ্জুর ফর্ম আশ্বস্ত করবে গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদবকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ২১:০৭
Share:

সঞ্জু স্যামসন। ছবি: এক্স।

এশিয়া কাপের আগে ফর্মে সঞ্জু স্যামসন। কেরল ক্রিকেট লিগে অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটারের ব্যাটিং আশ্বস্ত করবে কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক সূর্যকুমার যাদবদের। মঙ্গলবারের ম্যাচে ১ বলে ১৩ রান তুলে নজর কাড়লেন তিনি।

Advertisement

কেরল ক্রিকেট লিগে ভাল ফর্মে রয়েছেন সঞ্জু। প্রতি ম্যাচেই রান করছেন। আগ্রাসী ব্যাটিং করছেন। কোচি ব্লু টাইগার্সের হয়ে খেলছেন সঞ্জু। মঙ্গলবার ত্রিশুর টাইটান্সের বিরুদ্ধে ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে ছক্কা মারেন সঞ্জু। সেই বলটি ‘নো’ ডাকেন আম্পায়ার। ফলে দলের রানের সঙ্গে ৭ রান যোগ হয় এবং অতিরিক্ত বল ‘ফ্রি-হিট’ হিসাবে পায় কোচি। সেই বলটিও ডিপ মিড উইকেট দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন সঞ্জু। অর্থাৎ একটি বৈধ বলে ওঠে ১৩ রান। ওপেন করতে নেমে ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার খেলেন ৪৬ বলে ৮৯ রানের ইনিংস। মারেন ৪টি চার এবং ৯টি ছয়। এই ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৯৩.৪৮। দু’দিন আগেই এই প্রতিযোগিতায় ৫১ বলে ১২১ রানের ইনিংস খেলেছেন সঞ্জু। ৪২ বলে শতরান পূর্ণ করেছিলেন। তার আগে ছ’নম্বরে ব্যাট করতে নেমেও আগ্রাসী ব্যাট করেছিলেন ৩০ বছরের ক্রিকেটার।

আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। অভিষেক শর্মার সঙ্গে সঞ্জুই সম্ভবত ভারতের ইনিংস শুরু করবেন। প্রতিযোগিতার আগে তাঁর এই ফর্ম আশাবাদী করবে গম্ভীর, সূর্যকুমারদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement