হরমনপ্রীত কৌর। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
এক দিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে প্রয়োজনীয় অনুশীলন করতে পারলেন না হরমনপ্রীত কৌরেরা। সমস্যায় পড়লেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরাও। বুধবার দু’দলের অনুশীলনে জল ঢালল বিশাখাপত্তনমের বৃষ্টি। বৃহস্পতিবার ম্যাচের দিনও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচে হারিয়েছে ভারতের মহিলা দল। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভরাডুবির পর নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে প্রোটিয়ারা। তা ছাড়া দল হিসাবেও লরা ওলভার্ডদের হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই। এমন ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারলেন না হরমনপ্রীতেরা।
বুধবার সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও পরে ভারী বৃষ্টি হয়েছে বিশাখাপত্তনমে। পিচ এবং আউটফিল্ড ঢেকে দেওয়া হয়। ভারতীয় দলের অনুশীলনের নির্দিষ্ট সময়ের ঘণ্টা খানেক আগে বৃষ্টি থামলেও মাঠকর্মীরা পিচ এবং আউটফিল্ডের উপর থেকে ঢাকা সরাতে রাজি হননি। আকাশে মেঘ থাকায় ম্যাচের আগের দিন ঝুঁকি নিতে চাননি তাঁরা। ফলে মাঠের ধারে ছোট একটা অংশে কোনও রকমে অনুশীলন সারতে হয় ভারতীয় দলকে। বৃষ্টির জন্য ব্যাহত হয়েছে দক্ষিণ আফ্রিকার অনুশীলনও। তবে বৃহস্পতিবারের ম্যাচ আয়োজনের সব রকম প্রস্তুতি চলেছে স্বাভাবিক গতিতে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প্রতিনিধিরাও নিয়মমাফিক মাঠ পরিদর্শন করেছেন।
আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ম্যাচের দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশাখাপত্তনমে। বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ। দুপুর ২টো পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। দুপুরের পর আকাশ খানিকটা পরিষ্কার হতে পারে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।