(বাঁ দিকে) মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাডেজা (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে সুখবর ভারতীয় শিবিরে। প্রথম টেস্ট আড়াই দিনে জেতায় শুভমন গিলদের শিবিরে আত্মবিশ্বাসের অভাব নেই। তাঁদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিতে পারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) টেস্ট ক্রমতালিকা।
অহমদাবাদ টেস্টে ভাল বল করেছেন মহম্মদ সিরাজ। দু’ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়েছেন। সাফল্যের সুফল পেলেন তিনি। আইসিসির টেস্ট বোলারদের ক্রমতালিকায় তিন ধাপ উঠে ১২ নম্বরে রয়েছেন সিরাজ। ক্রমতালিকায় এটাই সিরাজের সেরা অবস্থান। টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন জশপ্রীত বুমরাহ। ১৭ নম্বরে রয়েছেন অহমদাবাদে ৪ উইকেট নেওয়া রবীন্দ্র জাডেজা।
ব্যাটারদের ক্রমতালিকায় দু’ধাপ নেমে গিয়েছেন যশস্বী জয়সওয়াল। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টেস্টে ৩৬ রান করেছিলেন তিনি। দু’ধাপ পিছিয়ে তিনি রয়েছেন সাত নম্বরে। আগের মতো অষ্টম স্থানে রয়েছেন ঋষভ পন্থ। ১৩ নম্বরে রয়েছেন অধিনায়ক শুভমন। অপরাজিত শতরান করে ছ’ধাপ এগিয়েছেন জাডেজা। তিনি রয়েছেন ক্রমতালিকায় ২৫ নম্বরে। ব্যাটারদের ক্রমতালিকায় এটাই জাডেজার ক্রিকেটজীবনের সেরা অবস্থান। শতরানের সুফল পেয়েছেন লোকেশ রাহুলও। তিনি চার ধাপ এগিয়ে এখন ৩৫ নম্বরে। তিন ধাপ এগিয়ে ওয়াশিংটন সুন্দর এখন ৫৭ নম্বরে। প্রথম টেস্টে আর এক শতরানকারী ধ্রুব জুরেল ২০ ধাপ এগিয়ে ব্যাটারদের ক্রমতালিকায় ৬৫ নম্বরে চলে এসেছেন।
অলরাউন্ডারদের ক্রমতালিকায় এক নম্বর জায়গা ধরে রেখেছেন জাডেজা। চার ধাপ এগিয়ে ১১ নম্বরে ওয়াশিংটন। উল্লেখ্য, ভারত-ওয়েস্ট ইন্ডিজ় দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ১০ অক্টোবর, শুক্রবার থেকে।