ভারতের হরমনপ্রীত কৌর (বাঁ দিকে) এবং স্মৃতি মন্ধানা। ছবি: পিটিআই।
নিউ জ়িল্যান্ডকে হারিয়ে মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গিয়েছে ভারত। শেষ চারে তারা কাদের বিরুদ্ধে খেলবে তা ঠিক হয়ে গেল শনিবার। একপেশে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে এ দিন সাত উইকেটে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ফলে পয়েন্ট তালিকায় শীর্ষে তারাই শেষ করবে। ভারত যদি রবিবার বাংলাদেশকে হারায় তা হলেও তারা চার নম্বরেই থাকবে। সূচি অনুযায়ী অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই সেমিফাইনালে খেলতে হবে ভারতকে। আগামী ৩০ অক্টোবর নবী মুম্বইয়ে হবে ম্যাচ।
অস্ট্রেলিয়া যে ছন্দে রয়েছে তাতে ভারতের চিন্তা বেড়ে যাওয়ারই কথা। কোনও প্রতিপক্ষকেই দাঁড়াতে দিচ্ছে না তারা। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৩০ রান তুলেও হেরেছিল ভারত। দক্ষিণ আফ্রিকা হলে তবু চিন্তা কমত হরমনপ্রীত কৌরদের। কিন্তু চিরশত্রু অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই খেলতে হচ্ছে ভারতকে।
অস্ট্রেলিয়ার জয়ে এ দিন উল্লেখযোগ্য ভূমিকা নিলেন আলানা কিং। একাই সাত উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার মেরুদণ্ড ভেঙে দিলেন তিনি। ৯৭ রানে অলআউট হয়ে গেল প্রোটিয়ারা। জবাবে তিন উইকেটেই জয়ের রান তুলে নিল অস্ট্রেলিয়া। ৭ ওভার বল করে ১৮ রানে ৭ উইকেট নিয়েছেন কিং। মহিলাদের বিশ্বকাপে এটাই সেরা বোলিং ফিগার।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়েছিল দক্ষিণ আফ্রিকার। প্রথম ছয় ওভারে সাতটি চার মারেন লরা উলভার্ট। মেগান শুটের খারাপ বোলিংয়ের সুযোগ কাজে লাগান তিনি। শুটের একটি ওভারে চারটি চার মারেন। তার মধ্যে তিনটি অফড্রাইভে। সেই শুটের বলেই ফেরেন উলভার্ট। ব্যাটের কানায় লেগে বল আকাশে উঠে যায়। শর্ট মিড উইকেটে ভাল ক্যাচ নেন কিং। তার পরেই কিম গার্থ ফেরান তাজ়মিন ব্রিটস।
তার পর থেকে শুধু কিংয়ের বোলিংয়ের জাদু দেখে ইনদওর। একে একে তিনি ফেরান সুনে লুস, অ্যানারি ডার্কসেন, মারিজ়েন কাপ, ক্লো ট্রায়ন, সিনালো জাফটা, নাদিন ডে ক্লার্ক, মাসাবাতা ক্লাসকে। লুস প্রথমে ফেরেন মিড অনে অ্যানাবেল সাদারল্যান্ডের হাতে ক্যাচ দিয়ে। চার বল পরে কাপকে আউট করেন কিং। ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দক্ষিণ আফ্রিকা।
জাফটা (২৯) কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন। সাদারল্যান্ডের ওভারে তিনটি চার মারেন। তিনিও কিংয়ের শিকার। সাত জনের মধ্যে চার জনকেই বোল্ড করেছেন কিং। তাঁর বল এতটাই ঘুরেছে যে দিশাই খুঁজে পাননি দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা।
ব্যাট করতে নেমে কিছুটা চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। তৃতীয় ওভারে ফিবি লিচফিল্ড এবং ষষ্ঠ ওভারে অ্যালিসা হিলিকে হারায় তারা। সেখান থেকে খেলা ধরে নেন জর্জিয়া ভল এবং বেথ মুনি। তৃতীয় উইকেটে ৭৬ রান যোগ করেন। ৬টি চারের সাহায্যে ৪১ বলে ৪২ করেন মুনি। ভল অপরাজিত থাকেন ৩৮ রানে।