Shubman Gill on Rohit Sharma and Virat Kohli

রোহিত, কোহলি ২০২৭ সালের বিশ্বকাপে খেলবেন? তিন মাস পর সিদ্ধান্ত নেবে ভারতীয় দল, বুঝিয়ে দিলেন নেতা শুভমন

অস্ট্রেলিয়ায় শেষ এক দিনের ম্যাচে রান পেয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাঁরা কি ২০২৭ সালের বিশ্বকাপ খেলবেন? জবাব দিলেন শুভমন গিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৭:০০
Share:

রোহিত শর্মা (বাঁ দিকে) ও বিরাট কোহলি। ছবি: রয়টার্স।

সিডনিতে রান পেয়ে কি ২০২৭ সালের বিশ্বকাপের দলে নিজেদের জায়গা পাকা করে ফেললেন বিরাট কোহলি ও রোহিত শর্মা? না এখনও সংশয় রয়েছে? রোহিত ও কোহলি বিষয়টি এড়িয়ে গিয়েছেন। কিন্তু এড়ালেন না শুভমন গিল। জবাব দিলেন তিনি।

Advertisement

ভারত-অস্ট্রেলিয়া এক দিনের সিরিজ় শেষে সাংবাদিক বৈঠকে রোহিত, কোহলির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয় শুভমনকে। মাঝে শোনা গিয়েছিল, এক দিনের বিশ্বকাপ খেলতে হলে রোহিত ও কোহলিকে বিজয় হজারের মতো ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। শুভমন অবশ্য স্পষ্ট জানিয়ে দেন, এখনই বিশ্বকাপের কথা ভাবছেন না। তার আগে দু’টি এক দিনের সিরিজ় রয়েছে। তার পরেই সিদ্ধান্ত নেবেন। শুভমন বলেন, “এক মাস পরেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ় রয়েছে। তার দু’মাস পর নিউ জ়িল্যান্ড খেলতে আসবে। এই দুটো সিরিজ়ের পর বেশ কিছু দিন এক দিনের ম্যাচ নেই। তখন ওদের নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তখন ভাবা যাবে ওদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে কি না।”

৩০ নভেম্বর থেকে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। পরে দেশের মাটিতেই ১১ জানুয়ারি থেকে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়। সেখানেও রয়েছে তিনটি ম্যাচ। শুভমনের কথা থেকে স্পষ্ট, সেই দু’টি সিরিজ়ে রোহিত, কোহলি খেলবেন। এই দুই সিরিজ়ের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএলের কারণে ভারতের এক দিনের সিরিজ় কম। আবার জুন মাসে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ়। অস্ট্রেলিয়ায় রান পাওয়ায় দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে জায়গা পাকা হয়ে গিয়েছে দুই ক্রিকেটারের। যদি সেখানে তাঁরা রান না-ও পান, তার পরেও নিউ জ়িল্যান্ড সিরিজ়ে খেলবেন। অর্থাৎ, হাতে অন্তত আরও ৬টি ম্যাচ পাবেন দু’জনে। সেখানে রান করতে হবে রোহিত, কোহলিকে। যদি তাঁরা রান পান, তা হলে তাঁদের বিশ্বকাপে খেলার সম্ভাবনা বাড়বে।

Advertisement

দক্ষিণ আফ্রিকা ও নিউ জ়িল্যান্ড সিরিজ়ে অবশ্য রান করতে না পারলে চাপ বাড়বে রোহিত, কোহলির উপর। বিশ্বকাপের আগে ভারতের আরও কয়েকটি এক দিনের সিরিজ় থাকলেও বিশ্বকাপের অন্তত এক বছর আগে একটি নির্দিষ্ট দল তৈরি রাখতে হবে ভারতকে। অনন্ত সুযোগ তো আর দেওয়া যাবে না। তবে যা-ই হোক না কেন, তিন মাস পরে তার সিদ্ধান্ত নেবেন গৌতম গম্ভীরেরা। সেটা স্পষ্ট করে দিলেন শুভমন।

রোহিত, কোহলি দলে থাকলে যে তাঁর অধিনায়কত্ব করতে সুবিধা হয়, সে কথাও জানিয়ে দিয়েছেন শুভমন। তিনি বলেন, “দু’জনে দীর্ঘ দিন ভারতের অধিনায়কত্ব করেছে। এত অভিজ্ঞতা ওদের। এতে আমার সুবিধা হয়। মাঠে ওরা সব সময় নিজেদের পরিকল্পনা জানায়। আমার সঙ্গে কথা বলে। ওরা থাকলে অধিনায়কত্ব অনেক সহজ হয়ে যায়।” শুভমনের এই কথাও রোহিত, কোহলি-ভক্তদের কাছে ভাল ইঙ্গিত। কারণ, দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০২৭ সালের বিশ্বকাপ। সেখানে শুভমনের খেলার অভিজ্ঞতা কম। যদি রোহিত, কোহলি দলে থাকেন, তা হলে তাঁর সুবিধাই হবে।

রোহিত, কোহলি ছাড়া আর এক জনের নাম শোনা গিয়েছে শুভমনের মুখে। তিনি হর্ষিত রানা। সিডনিতে ৪ উইকেট নিয়েছেন হর্ষিত। তাঁকে দলের বড় ভরসা বলে জানিয়েছেন শুভমন। ভারত অধিনায়ক বলেন, “এমন পেসার পাওয়া কঠিন, যে এত লম্বা ও ধারাবাহিক ভাবে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করতে পারে। ও ব্যাটও করতে পারে। আট নম্বরে নেমে ২০-২৫ রান করে দলকে সাহায্য করতে পারে। এমন এক জন পেসার দলে থাকলে অধিনায়কেরই সুবিধা।”

এ বার সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় রয়েছে ভারতের। অর্থাৎ, রোহিত, কোহলি ফিরবেন। আবার এক মাস পরে পরীক্ষা তাঁদের। আপাতত তারই প্রস্তুতি শুরু করবেন ভারতের দুই সিনিয়র ক্রিকেটার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement