Pakistan Cricket Board

পিছু হটল পাক বোর্ড! অন্য এক দেশের চাপে বাবর-রিজ়ওয়ানদের শাস্তি মকুব নকভিদের

পাকিস্তানের ক্রিকেটারদের বিদেশের লিগে খেলার অনুমতি দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই সিদ্ধান্ত থেকে সরতে হয়েছে মহসিন নকভিদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৩:৪১
Share:

বাবর আজ়ম (বাঁ দিকে) ও মহম্মদ রিজ়ওয়ান। —ফাইল চিত্র।

এশিয়া কাপে ভারতের কাছে তিনটি ম্যাচে হারার পর শাস্তি পেতে হয়েছিল পাকিস্তানের ক্রিকেটারদের। তাঁদের বিদেশের লিগে খেলার অনুমতি দেয়নি পাক বোর্ড। খারিজ করে দেওয়া হয়েছিল ক্রিকেটারদের ‘নো অবজেকশন সার্টিফিকেট’। সেই সিদ্ধান্ত থেকে সরল পাক বোর্ড। অন্য এক দেশের চাপে পিছু হটতে বাধ্য হলেন মহসিন নকভিরা।

Advertisement

২০২৫-২৬ সালের বিগ ব্যাশ লিগে খেলার কথা ছিল বাবর আজ়ম, মহম্মদ রিজ়ওয়ান, শাহিন শাহ আফ্রিদিদের। কিন্তু তাঁদের খেলার অনুমতি খারিজ করে দেওয়ায় চাপে পড়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। বিগ ব্যাশের আটটি দলের মধ্যে সাতটিতে রয়েছেন অন্তত এক জন করে পাক ক্রিকেটার। বাবর, রিজ়ওয়ানদের ছবি দিয়ে বিগ ব্যাশের প্রচারও করা শুরু করেছিল অস্ট্রেলিয়া বোর্ড। তাঁরা না খেললে মুখ পুড়ত তাদের।

‘সেন’ রেডিয়ো জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর চাপ দেয় অস্ট্রেলিয়া। বাধ্য হয়ে নিজেদের সিদ্ধান্ত থেকে সরতে হয় পাকিস্তানকে। অস্ট্রেলিয়ার সাংবাদিক টম মরিস বলেন, “ভারতের মতো পাকিস্তানও দলের ক্রিকেটারদের বিদেশের লিগে খেলতে নিষেধ করেছিল। এতে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সমস্যা হচ্ছিল। তাই অস্ট্রেলিয়া বোর্ড পাকিস্তান বোর্ডের সঙ্গে কথা বলে। পাক বোর্ডের উপর চাপ দেওয়া হয়। বাধ্য হয়ে সিদ্ধান্ত বদল করেছে পাক বোর্ড।”

Advertisement

অস্ট্রেলিয়া ও পাক বোর্ডের মধ্যে কী কথা হয়েছে তা অবশ্য জানা যায়নি। তবে পাক বোর্ড যে পিছু হটেছে তা স্পষ্ট। বাবর, রিজ়ওয়ান ও শাহিন ছাড়া হ্যারিস রউফ, শাদাব খানের মতো ক্রিকেটারেরাও বিগ ব্যাশে নিয়মিত খেলেন। ফলে আর্থিক বিষয়ও রয়েছে। পাক বোর্ডের নিষেধাজ্ঞায় বিরক্ত হয়েছিলেন তাঁরাও। অবশেষে এই সিদ্ধান্তে হাসি ফুটবে তাঁদের মুখে। ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশ লিগ। ফাইনাল ২৫ জানুয়ারি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement