Women's ODI World Cup 2025

শ্লীলতাহানি অস্ট্রেলিয়ার দুই মহিলা বিশ্বকাপার ক্রিকেটারের! ইনদওরের ঘটনা, গ্রেফতার অভিযুক্ত

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নিজেদের হোটেল থেকে হেঁটে কাছেই একটি ক্যাফেতে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটার। সেই সময় এক যুবক তাঁদের শ্লীলতাহানি করেন বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৩:১০
Share:

— প্রতিনিধিত্বমূলক ছবি।

ভারতে এক দিনের বিশ্বকাপ খেলতে এসে অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ইনদওরে ঘটেছে এই ঘটনা। পুলিশে অভিযোগ দায়ের করেছে অস্ট্রেলিয়া দল। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে ইনদওর পুলিশ। সংবাদ সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে।

Advertisement

শনিবার ইনদওরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ অস্ট্রেলিয়ার। জানা গিয়েছে, নিজেদের হোটেল থেকে হেঁটে কাছেই একটি ক্যাফেতে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটার। সেই সময় বাইকে করে এসে এক যুবক দুই ক্রিকেটারের শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে হোটেলে খবর পাঠান তাঁরা। অস্ট্রেলিয়া দলের সুরক্ষার দায়িত্বে থাকা ড্যানি সিমন্স ঘটনাস্থলে পৌঁছোন। তিনি এমআইজি থানায় অভিযোগ করেন।

পুলিশ জানিয়েছে, খাজরানা রোড এলাকায় ঘটেছে এই ঘটনা। খবর পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। আকিল নামের এক যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পরে সেই যুবককে গ্রেফতারও করেছে পুলিশ।

Advertisement

সাব-ইন্সপেক্টর নিধি রঘুবংশী জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হোটেল থেকে বেরিয়ে দুই ক্রিকেটার যখন ক্যাফের দিকে যাচ্ছিলেন, তখন বাইকে এক যুবক তাঁদের অনুসরণ করেন। কিছু দূর যাওয়ার পর আচমকা দুই ক্রিকেটারের শ্লীলতাহানি করেন তিনি। সেখানকার সিসি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

খবর পেয়ে দুই ক্রিকেটারের সঙ্গে দেখা করেন সহকারী পুলিশ কমিশনার হিমানি মিশ্র। তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ও ৭৮ ধারায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। হিমানি বলেন, “এই ঘটনার এক প্রত্যক্ষদর্শী আকিলের বাইকের নম্বর দেখেছিলেন। তিনি পুলিশে তা জানান। ঘটনার তদন্ত চলছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement