Shan Masood in PCB

অধিনায়কত্বের পাশাপাশি বোর্ডের কর্তাও! জোড়া ভূমিকায় শান, অদ্ভুত কাণ্ড নকভির পাকিস্তান ক্রিকেট বোর্ডে

টেস্ট দলের অধিনায়ক শান মাসুদকে ক্রিকেট বোর্ডে বড় দায়িত্ব দিল পাকিস্তান। অর্থাৎ, এর পর থেকে দু’টি দায়িত্ব সামলাতে হবে শানকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১০:৫৭
Share:

শান মাসুদ। —ফাইল চিত্র।

অবাক করার মতো সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দেশের টেস্ট দলের অধিনায়ক শান মাসুদকে ক্রিকেট বোর্ডে বড় দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ, খেলার পাশাপাশি প্রশাসক হিসাবেও এ বার থেকে দায়িত্ব সামলাতে হবে শানকে।

Advertisement

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ‘কনসালটান্ট ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যান্ড প্লেয়ার্স অ্যাফেয়ার্স’ হিসাবে নিয়োগ করা হয়েছে শানকে। অর্থাৎ, পাকিস্তানের জাতীয় দলে খেলা ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের একটি যোগসূত্র হিসাবে কাজ করবেন শান। ক্রিকেটারদের পরামর্শদাতার ভূমিকায় দেখা যাবে তাঁকে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডে ‘ডিরেক্টর অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট অপারেশনস’-এর পদ এখনও খালি রয়েছে। সেই পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। জল্পনা শোনা যাচ্ছে, সেই পদেও শানের কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে, শানের সঙ্গে কথাও বলেছেন মহসিন নকভি। পাশাপাশি তাঁকে টেস্ট দলের অধিনায়কের দায়িত্বও সামলাতে বলা হয়েছে। শান সেই প্রস্তাবে রাজি হন কি না সেটাই দেখার।

Advertisement

পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি বিবৃতি দিয়ে শানের নতুন ভূমিকার কথা জানিয়েছেন। সেখানে লেখা, “বাঁহাতি ব্যাটার শান মাসুদকে কনসালটান্ট ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যান্ড প্লেয়ার্স অ্যাফেয়ার্স হিসাবে নিয়োগ করা হয়েছে। পাকিস্তানের হয়ে ৪৪টি টেস্ট, ৯টি এক দিনের ম্যাচ ও ১৯টি টি-টোয়েন্টি খেলেছেন শান। ছ’টি টেস্ট শতরান-সহ আন্তর্জাতিক ক্রিকেটে ৩১০৮ রান করেছেন। তাঁর নেতৃত্বে পাকিস্তান গত বছর ইংল্যান্ডকে টেস্ট সিরিজ়ে ২-১ হারিয়েছিল। ২০০৫ সালের পর সেটাই ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম জয়।”

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটারেরা। তাঁদের মতে, একজন ক্রিকেটারকে খেলার মধ্যেই রাখা উচিত। খেলার বাইরে অন্য বিষয়ে মন দিতে গেলে খেলার ক্ষতি হতে পারে। পাকিস্তান বোর্ডকে সে কথা বুঝতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement