Tilak Varma

রুতুরাজের পর তিলক যাচ্ছেন কাউন্টি ক্রিকেট খেলতে, কোন দল চুক্তি করল তাঁর সঙ্গে?

প্রথম বার কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পাচ্ছেন তিলক বর্মা। ২০ জুন থেকে ২ অগস্টের মধ্যে চারটি লাল বলের ম্যাচ খেলার কথা তাঁর। তরুণ ব্যাটারের সঙ্গে চুক্তি করেছে হ্যাম্পশায়ার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ২২:০১
Share:

তিলক বর্মা। —ফাইল চিত্র।

রুতুরাজ গায়কোয়াড়ের পর ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলতে দেখা যাবে আরও এক ভারতীয়কে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলা তিলক বর্মাকে সই করাল হ্যাম্পশায়ার। প্রথম শ্রেণির ক্রিকেটে দেখা যাবে তাঁকে।

Advertisement

এই প্রথম ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ পাচ্ছেন তিলক। হ্যাম্পশায়ারের হয়ে চারটি লাল বলের ম্যাচ খেলবেন তিনি। ১৮ জুন থেকে ২ অগস্টের মধ্যে ম্যাচগুলি হওয়ার কথা। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচসিএ) তিলকের সঙ্গে হ্যাম্পশায়ারের চুক্তির কথা জানিয়েছে। এক বিবৃতিতে এইচসিএ বলেছে, ‘‘হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন আনন্দের সঙ্গে জানাচ্ছে, আমাদের আন্তর্জাতিক ক্রিকেটার তিলক বর্মা কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাব পেয়েছে হ্যাম্পশায়ারের কাছ থেকে। যুক্তরাজ্যের কাউন্টি চ্যাম্পিয়নশিপ লিগের কয়েকটি ম্যাচ খেলবে তিলক।

গত দলীপ ট্রফির পর আর লাল বলের ক্রিকেট খেলেননি তিলক। এখনও পর্যন্ত ১৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৫০.১৬ গড়ে ১২০৪ রান করেছেন তরুণ ব্যাটার। পাঁচটি শতরান এবং চারটি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। জাতীয় দলের হয়ে চারটি এক দিনের ম্যাচ এবং ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তিলকের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement