Suryakumar Yadav after India Vs Pakistan in Asia Cup 2025

পহেলগাঁওয়ে নিহতদের জয় উৎসর্গ অধিনায়ক সূর্যকুমারের! বললেন, জন্মদিনে ‘রিটার্ন গিফ্ট’ গোটা দেশ ও ভারতীয় সেনাকে

নিজের জন্মদিনে দেশকে জয় এনে দিলেন সূর্যকুমার যাদব। পাকিস্তানকে হারিয়ে ভারত অধিনায়ক জানিয়ে দিলেন, এ ভাবেই দেশবাসীকে আনন্দ দিতে চান তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৬
Share:

সূর্যকুমার যাদব। ছবি: পিটিআই।

পাকিস্তানকে দুরমুশ করে হারাল ভারত। এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে সলমন আলি আঘাদের নিয়ে ছেলেখেলা করলেন সূর্যকুমার যাদবেরা। ঘটনাচক্রে, রবিবার ছিল সূর্যের জন্মদিন। নিজের জন্মদিনে দেশকে জয় এনে দিলেন তিনি। এই জয় সূর্য উৎসর্গ করলেন পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত ও তাঁদের পরিবারকে। পাশাপাশি তিনি সম্মান জানালেন ভারতীয় সেনাকে।

Advertisement

খেলাশেষে সূর্য পুরস্কার বিররণী অনুষ্ঠানে এলে দর্শকেরা গ্যালারি থেকে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেন। তা শুনে শুভেচ্ছা জানান সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকরও। তাঁকে মঞ্জরেকর জিজ্ঞাসা করেন, জন্মদিনে এই জয় কেমন লাগছে? জবাবে সূর্য বলেন, “এক দারুণ অনুভূতি। এই জয় ভারত ও ভারতবাসীকে দেওয়া আমার পাল্টা উপহার।”

সূর্যের সঙ্গে এই ম্যাচে ভারতের পারফরম্যান্স নিয়ে কথা বলেন মঞ্জরেকর। তাঁর কথা শুনে বোঝা যায়, পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য আলাদা করে কোনও পরিকল্পনা তাঁরা করেননি। এই ম্যাচকে বাকি সব ম্যাচের মতোই দেখেছেন। একই কথা শোনা যায় ম্যাচের সেরা কুলদীপ যাদবের মুখেও। তাঁদের কথায় স্পষ্ট, পাকিস্তানকে শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে ভাবেননি তাঁরা। মাঠেও বাস্তবে সেই ছবিই দেখা গিয়েছে।

Advertisement

সব শেষে সূর্য বলেন, “কয়েকটা কথা বলতে চাই। এর থেকে ভাল সুযোগ হয়তো পাব না। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে আমরা রয়েছি। আমরা সমবেদনা জানাই।” পহেলগাঁওয়ে হামলার প্রতিবাদে ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছিল ভারতীয় সেনা। সূর্যের মুখে সেনাবাহিনীর প্রশংসা শোনা গিয়েছে। তিনি বলেন, “এই জয় আমরা ভারতীয় সেনাবাহিনীকেও উৎসর্গ করছি। যে সাহস ওরা দেখিয়েছে তার তুলনা নেই। আশা করছি ভবিষ্যতেও ওরা এ ভাবেই আমাদের অনুপ্রাণিত করবে। যখনই সুযোগ পাব দেশবাসীর মুখে হাসি ফোটাতে চাই।”

খেলা শুরুর আগে টসের সময়ই প্রতিবাদ দেখিয়েছিলেন সূর্য। পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি তিনি। কেন তিনি হাত মেলাননি তার ব্যাখ্যাও দিয়েছেন ম্যাচের পরে। সূর্য বলেন, “আমরা এখানে আসার সময়ই সিদ্ধান্ত নিয়েছিলাম যে খেলতেই আসছি। আমরা জবাব দিতে চেয়েছিলাম। ভারতীয় ক্রিকেট বোর্ড ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা একমত।”

খেলা শেষেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি সূর্যেরা। সতীর্থ শিবম দুবেকে সঙ্গে নিয়ে সোজা সাজঘরে ফিরে যান তিনি। ভারতের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা সাজঘর থেকে নামেননি। অথচ সলমন-সহ গোটা পাক দল অপেক্ষা করছিল ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে। পাকিস্তানের ক্রিকেটারেরা যাতে তাঁদের সাজঘরে যেতে না পারেন তার জন্য ভারতীয় ক্রিকেটারেরা নিজেদের সাজঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। কেন তাঁরা হাত মেলাননি তার কারণও জানিয়েছেন সূর্য। তিনি বলেন, “কিছু কিছু বিষয় খেলোয়াড়ি মানসিকতার থেকেও বেশি হয়। আমরা পহেলগাঁও হামলায় নিহতদের পরিবারের পাশে রয়েছি। ভারতের সাহসী সেনাবাহিনীর পাশেও রয়েছি।” সূর্যের কথা থেকে পরিষ্কার, ইচ্ছা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

ভারত অধিনায়কের সুরেই কথা বলেছেন প্রধান কোচ গৌতম গম্ভীরও। খেলাশেষে তিনি বলেন, “দল হিসাবে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে থাকতে চেয়েছিলাম। সেটাই করে দেখিয়েছি। অপারেশন সিঁদুরের জন্য ভারতীয় সেনার উপর গর্বিত।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement