Jasprit Bumrah's Injury

পন্থের পর বুমরাহের চোট, সিঁড়ি ভাঙতেও কষ্ট ভারতীয় পেসারের! চিন্তা কি আরও বাড়ল গম্ভীরের

ভারতীয় দলে আবার চোট-আতঙ্ক। ঋষভ পন্থের পর কি এ বার চোট পেয়েছেন জসপ্রীত বুমরাহ? তাঁর হাঁটাচলা দেখে সেটাই মনে হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৩:৫১
Share:

জসপ্রীত বুমরাহের চোট খতিয়ে দেখছেন ফিজিয়ো। ছবি: পিটিআই।

ডানপায়ের হাড়ে চিড় ধরায় ম্যাঞ্চেস্টারে উইকেট কিপিং করতে পারছেন না ঋষভ পন্থ। সেই অবস্থাতেই কোনও রকমে ব্যাট করেছেন তিনি। এ বার কি চোট পেলেন জসপ্রীত বুমরাহও? তাঁর হাঁটাচলা দেখে সেটাই মনে হয়েছে। সিঁড়ি ভাঙতেও সমস্যায় পড়েছেন তিনি। যদি বুমরাহ চোট পান, তা হলে চিন্তা আরও বাড়বে গৌতম গম্ভীরের।

Advertisement

ম্যাঞ্চেস্টারে তৃতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতির পর দ্বিতীয় নতুন বল পায় ভারত। সেই বলে মাত্র এক ওভার বল করেন বুমরাহ। তার পরেই উঠে যান তিনি। সাজঘরে যাওয়ার জন্য যখন সিঁড়িতে উঠছিলেন, তখনই দেখা যায় পড়ে গিয়েছেন। তার পর উঠে কোনও রকমে খোঁড়াতে খোঁড়াতে সাজঘরে যান তিনি। দেখে বোঝা যাচ্ছিল, হাঁটতে কষ্ট হচ্ছে তাঁর। চা বিরতির ২০ মিনিট আগে মাঠে ফিরলেও সেই সেশনে আর বল করতে পারেননি বুমরাহ।

চা বিরতির পর যখন বুমরাহ বল করতে যান, তখনও দেখে বোঝা যাচ্ছিল তাঁর পায়ে সমস্যা হচ্ছে। নিজের স্বাভাবিক ছন্দে বল করতে পারছিলেন না তিনি। বলের গতি কমে গিয়েছিল। নিয়ন্ত্রণ ছিল না। প্রতিটা বলের পর বুমরাহের মুখ দেখে বোঝা যাচ্ছিল, সমস্যা হচ্ছে। তবে গোড়ালি, না পায়ের পেশিতে তাঁর সমস্যা হচ্ছিল তা জানা যায়নি। ধারাভাষ্যকারেও বলছিলেন, বুমরাহের সমস্যা হচ্ছে।

Advertisement

শুধু বুমরাহ নন, তৃতীয় দিন বল করার সময় হালকা চোট পেয়েছেন মহম্মদ সিরাজও। ইনিংসে তাঁর ২২ নম্বর ওভার করার পর সিরাজ মাঠ ছাড়েন। অনেক ক্ষণ মাঠে ছিলেন না তিনি। ফলে অনেকটা সময় দলের দুই প্রধান বোলারকে পায়নি ভারত। পরে অবশ্য সিরাজ মাঠে ফেরেন। আবার বল করেন তিনি। তবে দুই বোলারকে নিয়েই চিন্তা বেড়েছে ভারতের। যে ভাবে তৃতীয় দিন তাঁরা নিষ্প্রভ থেকেছেন, তা ভাল ইঙ্গিত নয়।

ভারতের পেস আক্রমণ এমনিতেই চোটে জর্জরিত। আকাশদীপ চোটের কারণে চতুর্থ টেস্টে খেলতে পারেননি। অর্শদীপ সিংহও চোটের জন্য চতুর্থ টেস্টের বাইরে। নীতীশ রেড্ডি তো সিরিজ় থেকেই ছিটতে গিয়েছেন। এই পরিস্থিতিতে অংশুল কম্বোজকে উড়িয়ে এনে খেলাতে হচ্ছে। পরের টেস্টে বুমরাহ খেলবেন না। ফলে ভারতের পেস আক্রমণ কী হবে, তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে জল্পনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement