IPL 2024

আইপিএল শুরুর সাত দিন আগে ঘোষিত হল প্রতিযোগিতার একাদশ দল! কারা রয়েছেন?

আইপিএল শুরু হতে বাকি আর সাত দিন। তার আগে প্রতিযোগিতার একাদশ দল সামনে এল। যে দলে রয়েছেন একঝাঁক দেশি-বিদেশি ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৪ ১৮:৩২
Share:

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

আগামী ২২ মার্চ থেকে শুরু হবে এ বারের আইপিএল। প্রস্তুতি শুরু করে দিয়েছে ১০টি ফ্র্যাঞ্চাইজ়ি। প্রতিযোগিতা শুরুর সাত দিন আগে প্রকাশ্যে এল আরও একটি দল। ইংরেজি, হিন্দি ছাড়াও আইপিএলের ম্যাচগুলি সম্প্রচার হবে বাংলা, তামিল, তেলুগু, কন্নড়, মরাঠী, মালয়ালম এবং গুজরাতি।

Advertisement

আইপিএলের সম্প্রচারকারী চ্যানেল ধারাভাষ্যকারীদের নাম জানিয়েছে। ছয় জন বিদেশিকে দেখা যাবে আন্তর্জাতিক ধারাভাষ্যকার হিসাবে। তাঁরা হলেন স্টিভ স্মিথ, স্টুয়ার্ট ব্রড, ডেল স্টেন, জ্যাক কালিস, টম মুডি, পল কলিংউড। এ ছাড়া ভারতে সম্প্রচারে ইংরেজিতে ধারাভাষ্য দেবেন ২৬ জন। তাঁরা হলেন সুনীল গাওস্কর, রবি শাস্ত্রী, ব্রায়ান লারা, ম্যাথু হেডেন, কেভিন পিটারসেন, মাইকেল ক্লার্ক, সঞ্জয় মঞ্জরেকর, অ্যারন ফিঞ্চ, ইয়ান বিশপ, নিক নাইট, সাইমন কাটিচ, ড্যানি মরিসন, ক্রিস মরিস, স্যামুয়েল বদ্রি, কেটি মার্টিন, গ্রেম সোয়ান, দীপ দাশগুপ্ত, হর্ষ ভোগলে, মপুমেলেলো মাঙ্গওয়া, অঞ্জুন চোপড়া, মুরলি কার্তিক, ডব্লিউবি রমন, নাটালি জার্মন্ডস, ড্যারেন গঙ্গা, মার্ক হোয়ার্ড এবং রোহন গাওস্কর।

হিন্দি ধারাভাষ্যকার হিসাবে থাকছেন হরভজন সিংহ, ইরফান পাঠান, অম্বাতি রায়ডু, রবি শাস্ত্রী, সুনীল গাওস্কর, বরুণ অ্যারন, মিতালি রাজ, মহম্মদ কাইফ, সঞ্জয় মঞ্জরেকর, ইমরান তাহির, ওয়াসিম জাফর, গুরকিরত মান, উন্মুক্ত চন্দ, বিবেক রাজদান, রজত ভাটিয়া, দীপ দাশগুপ্ত, রমন ভানোত, পদ্মজিৎ শেহরাওয়াত এবং যতীন সাপরু।

Advertisement

বাংলা ধারাভাষ্যকার হিসাবে রয়েছেন পাঁচ জন। এঁদের মধ্যে রয়েছেন বাংলার দুই প্রাক্তন ক্রিকেটার অশোক ডিন্ডা, অভিষেক ঝুনঝুনওয়ালা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন