Sanju Samson to Leave Rajasthan Royals

দ্রাবিড়ের দলে কোন্দল! সতীর্থ পরাগের কারণেই কি রাজস্থান ছাড়তে চাইছেন সঞ্জু?

আগামী মরসুমের আইপিএলের আগে রাজস্থান রয়্যালস ছাড়তে চাইছেন সঞ্জু স্যামসন। তাঁর এই সিদ্ধান্তের কারণ কি সতীর্থ রিয়ান পরাগ?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ১১:০৭
Share:

সঞ্জু স্যামসন (বাঁ দিকে) ও রিয়ান পরাগ। —ফাইল চিত্র।

রাহুল দ্রাবিড়ের দলের অন্দরমহলের ছবিটা কি ভাল নয়? শুরু হয়েছে কোন্দল? আগামী মরসুমের আইপিএলের আগে রাজস্থান রয়্যালস ছাড়তে চাইছেন সঞ্জু স্যামসন। তাঁর এই সিদ্ধান্তের কারণ কি সতীর্থ রিয়ান পরাগ? এমনটাই ইঙ্গিত করেছেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ক্রিকেটার সুব্রহ্মন্যম বদ্রীনাথ।

Advertisement

নিজের ইউটিউব চ্যানেলে সঞ্জুর রাজস্থান ছাড়ার বিষয়ে কথা বলতে গিয়ে বদ্রীনাথ বলেন, “আমার মনে হচ্ছে এর কারণ রিয়ান পরাগ। রাজস্থান ওকে অধিনায়ক করতে চাইছে। যদি পরাগকেই অধিনায়কের জন্য ভাবা হয় তা হলে সঞ্জু ওখানে কেন থাকবে? সে ক্ষেত্রে ও ঠিক সিদ্ধান্তই নিয়েছে।”

২০১৩ সালে রাজস্থান কিনেছিল সঞ্জুকে। তার পর থেকে ধীরে ধীরে সেই দলে নিজের জায়গা পাকা করেছেন তিনি। দু’বছরের নির্বাসন কাটিয়ে ২০১৮ সালে রাজস্থান আবার আইপিএলে ফেরে। সঞ্জুও ফেরেন সেই দলে। ২০২১ সালে সঞ্জুকে অধিনায়ক করে রাজস্থান। ২০২২ সালে রাজস্থানকে ফাইনালে তোলেন সঞ্জু। গুজরাত টাইটান্সের কাছে হারতে হয় রাজস্থানকে।

Advertisement

গত দু’বছরে রাজস্থানের জার্সিতে নজর কেড়েছেন পরাগ। দলের সহ-অধিনায়ক হয়েছেন তিনি। গত বার আইপিএলের প্রথম তিনটে ম্যাচে সঞ্জু ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে শুধু ব্যাট করেছিলেন। সেই তিনটে ম্যাচে অধিনায়ক ছিলেন পরাগ। পরে আঙুলের চোটে সঞ্জু বাগ পড়লে আবার পরাগই অধিনায়কত্ব করেন। গত মরমুসে রাজস্থানকে আটটা ম্যাচে নেতৃত্ব দিলেও মাত্র দুটো জেতাতে পেরেছেন পরাগ। তার পরেও জল্পনা যে পরাগকে ভবিষ্যতের অধিনায়ক ভাবা হচ্ছে। সেই কারণেই কি সঞ্জুর সঙ্গে দূরত্ব বাড়ছে রাজস্থানের? বদ্রীনাথের গলায় সেই ইঙ্গিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement