RCB vs SRH in IPL 2025

অর্ধশতরান ঈশানের, হায়দরাবাদকে হারিয়ে আইপিএলের শীর্ষে উঠতে বেঙ্গালুরুর দরকার ২৩২ রান

উইকেট যতই পড়ুক, আগ্রাসনের রাস্তা থেকে সরার প্রশ্ন নেই। চলতি আইপিএলে এটাই সানরাইজার্স হায়দরাবাদের মন্ত্র। পুরনো ফর্মে ফিরে গিয়েছে তারা। উইকেট পড়তে থাকলেও আগ্রাসনের রাস্তা থেকে সরেনি। আগে ব্যাট করে বেঙ্গালুরুর বিরুদ্ধে হায়দরাবাদ তুলল ২৩১/৬।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ২১:২১
Share:

অর্ধশতরান করলেন ঈশান কিশন। ছবি: পিটিআই।

উইকেট যতই পড়ুক, আগ্রাসনের রাস্তা থেকে সরার প্রশ্ন নেই। চলতি আইপিএলে এটাই সানরাইজার্স হায়দরাবাদের মন্ত্র। মাঝে কয়েকটি ম্যাচে নিয়ন্ত্রিত ক্রিকেট খেললেও আইপিএল থেকে বিদায় নিয়ে আবার পুরনো ফর্মে ফিরে গিয়েছে তারা। তার প্রমাণ শুক্রবার বেঙ্গালুরু ম্যাচ। উইকেট পড়তে থাকলেও আগ্রাসনের রাস্তা থেকে সরেনি। আগে ব্যাট করে বেঙ্গালুরুর বিরুদ্ধে হায়দরাবাদ তুলল ২৩১/৬।

Advertisement

রজত পাটীদার পুরোপুরি সুস্থ না হওয়ায় এ দিন ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসাবে খেলছেন। তাই টস করতে আসেন জিতেশ শর্মা। টস জিতে বোলিং নেন। তবে সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হতে পারে। কারণ মাথায় অনেক রানের বোঝা নিয়ে নামতে হবে।

করোনা সারিয়ে হায়দরাবাদ দলে ফিরেছেন ট্রেভিস হেড। অভিষেক শর্মার সঙ্গে ওপেন করতে নেমে দু’জনে মিলে শুরুতেই ৫০ রানের জুটি গড়েন। তিনটি চার এবং তিনটি ছয় মেরে ১৭ বলে ৩৪ রান করেন অভিষেক। তবে দলে ফিরলেও রানে ফিরতে পারলেন না হেড। ১০ বলে ১৭ রান করে আউট হলেন।

Advertisement

ধস আটকাতে দলের টপ অর্ডারের কাউকে দায়িত্ব নিতেই হত। সেই কাজটাই করলেন ঈশান কিশন। চতুর্থ ওভারে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত খেলে গেলেন। সাতটি চার এবং পাঁচটি ছয়ের সাহায্যে ৪৮ বলে ৯৪ রানে অপরাজিত থাকলেন।

হাইনরিখ ক্লাসেন (১৩ বলে ২৪), অনিকেত বর্মা (৯ বলে ২৬) বেশি ক্ষণ সঙ্গ দিতে না পারলেও নিজের কাজটা করে গিয়েছেন। যে কারণে উইকেট পড়তে থাকলেও রান রেট কমেনি হায়দরাবাদের। সে কারণেই নির্ধারিত ওভারে দুশোর গন্ডি সহজেই পেরিয়ে যায় তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement