BCCI Central Contracts

জল্পনার অবসান, বোর্ডের চুক্তিতে ফিরলেন দুই ‘অবাধ্য’ ঈশান, শ্রেয়স! টাকা কমছে না বিরাট, রোহিতের

আগামী মরসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। চার জনকে নিয়ে সংশয় ছিল। চার জনের জন্যই সুখবর শুনিয়েছে বোর্ড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১১:৪১
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

জল্পনার অবসান। আগামী মরসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। চার জনকে নিয়ে সংশয় ছিল। চার জনের জন্যই সুখবর শুনিয়েছে বোর্ড। বিরাট কোহলি এবং রোহিত শর্মা আগের মতোই এ+ বিভাগে রয়েছেন। বোর্ডের কথা না শুনে শাস্তি পাওয়া ঈশান কিশন ও শ্রেয়স আয়ার আবার বোর্ডের চুক্তির আওতায় এসেছেন। ১ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫— এই সময়কালের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করা হয়েছে।

Advertisement

গত মরসুমে ভারতীয় বোর্ডের নির্দেশ মেনে ঘরোয়া ক্রিকেট খেলেননি শ্রেয়স এবং ঈশান। পরের দিকে শ্রেয়স খেললেও ঈশান বেশ কিছু দিন ‘নিরুদ্দেশ’ ছিলেন। তাঁদের সেই আচরণ ভাল ভাবে নেননি বিসিসিআই কর্তারা। শাস্তি হিসাবে গত বছর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয় তাঁদের। নতুন চুক্তিতে শ্রেয়স জায়গা পাবেন মনে করা হচ্ছিল। তবে ঈশানকে নিয়ে অনিশ্চয়তা ছিলই। সোমবার বিসিসিআই কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করার পর সেই জল্পনার অবসান হল। অর্থাৎ, কঠোর অবস্থান থেকে সরে এল বিসিসিআই।

এ ছাড়া মনে করা হয়েছিল কোহলি এবং রোহিতের টাকা কমতে পারে। কারণ তাঁরা টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট এখন খুব বেশি খেলা হয় না। সেই অর্থে কোহলি এবং রোহিত এখন মূলত টেস্ট ক্রিকেট খেলেন। তবে দুই সিনিয়র ক্রিকেটারের টাকা কমাননি বোর্ড কর্তারা। তাঁদের সঙ্গে এ+ বিভাগে রয়েছেন জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাডেজা।

Advertisement

‘এ’ বিভাগে জায়গা পেয়েছেন ছ’জন ক্রিকেটার। তাঁরা হলেন মহম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুভমন গিল, মহম্মদ শামি, ঋষভ পন্থ এবং হার্দিক পাণ্ড্য। পন্থ গত বছর ছিলেন ‘বি’ বিভাগে। এ বার তিনি ‘এ’ বিভাগে উঠে এসেছেন। ‘বি’ বিভাগে জায়গা পেয়েছেন পাঁচ জন ক্রিকেটার। তাঁরা হলেন সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর পটেল, যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স।

‘সি’ বিভাগে জায়গা পেয়েছেন ১৯জন ক্রিকেটার। তাঁরা হলেন রিঙ্কু সিংহ, তিলক বর্মা, রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবি বিশ্নোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, রজত পটীদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতীশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং ঈশান।

কেন্দ্রীয় চুক্তির তালিকায় এ বার মোট ৩৪ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। গত বার এই সংখ্যা ছিল ৩০। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিন স্বাভাবিক ভাবেই তালিকায় জায়গা পাননি। ‘এ’ বিভাগে তাঁর জায়গাতেই পন্থ উঠে এসেছেন। এ ছাড়াও বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাননি শার্দূল ঠাকুর, জীতেশ শর্মা, শ্রীকর ভরত এবং আবেশ খান। নতুন জায়গা পেয়েছেন ন’জন ক্রিকেটার। তাঁরা হলেন আকাশ, সরফরাজ, বরুণ, হর্ষিত, অভিষেক, শ্রেয়স, ঈশান, ধ্রুব এবং নীতীশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement