Jasprit Bumrah replies Haris Rauf

বুমরাহের জবাব! যুদ্ধ বিমান ধ্বংসের উচ্ছ্বাসের পাল্টা, সেই হ্যারিস রউফকে আউট করে কী করলেন ভারতের জোরে বোলার?

ভারত-পাকিস্তান ফাইনাল চলার সময়েই হ্যারিস রউফকে জবাব দিলেন জসপ্রীত বুমরাহ। পাকিস্তানের বোলারের কায়দাতেই জবাব দিলেন তাঁকে। ইয়র্কারে রউফকে ফিরিয়ে দেওয়ার পর বিমান ধ্বংস করার কায়দায় উচ্ছ্বাস করলেন বুমরাহ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫২
Share:

বুমরাহের সেই সেলিব্রেশন। ছবি: সমাজমাধ্যম।

ভারত-পাকিস্তান ফাইনাল চলার সময়েই হ্যারিস রউফকে জবাব দিলেন জসপ্রীত বুমরাহ। পাকিস্তানের বোলারের কায়দাতেই জবাব দিলেন তাঁকে। ইয়র্কারে রউফকে ফিরিয়ে দেওয়ার পর বিমান ধ্বংস করার কায়দায় উচ্ছ্বাস করলেন বুমরাহ। রউফকে ফিরে যেতে হল মাথা নীচু করে।

Advertisement

তখন পাকিস্তানের ইনিংসের ১৮তম ওভার চলছে। দ্বিতীয় বলে বুমরাহকে চার মেরেছিলেন রউফ। তৃতীয় বলে ছয় মারতে গিয়েও ব্যর্থ হন। চতুর্থ বলে ইয়র্কার দিয়েছিলেন বুমরাহ। কোনও মতে ব্যাটে বল লাগান রউফ। পঞ্চম বলে আবার ইয়র্কার দেন বুমরাহ। এ বার চালিয়ে খেলতে গিয়ে অফস্টাম্প উড়ে পাকিস্তানের ব্যাটারেরা।

এর পর হাসিমুখে ডান হাত দিয়ে ‘প্লেন ক্র্যাশ সেলিব্রেশন’ করেন বুমরাহ। তাঁর উচ্ছ্বাস দেখে মনে হয়েছে, বিমান মাটি থেকে উড়েই সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। অর্থাৎ রউফকে আউট করে তাঁর কায়দাতেই উচ্ছ্বাস করেন বুমরাহ। এখন দেখার, পাকিস্তান ভবিষ্যতে বুমরাহের এই আচরণ নিয়ে প্রতিবাদ করে কি না।

Advertisement

রউফকে ইতিমধ্যেই জরিমানা করেছে আইসিসি। সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচে ভারতের ইনিংস চলাকালীন বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন রউফ। তাঁর পিছনে গ্যালারিতে বসে থাকা ভারতীয় সমর্থকেরা ‘কোহলি, কোহলি’ বলে চিৎকার করেন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতকে জেতানোর পথে রউফের পর পর দুই বলে দুই ছক্কা মেরেছিলেন বিরাট কোহলি। সেই কারণেই হয়তো কোহলির নাম করে রউফকে খোঁচা মারছিলেন ভারতীয় সমর্থকেরা। তখনই সমর্থকদের দিকে তাকিয়ে রউফ এমন ভাবে হাতের ইশারা করেন, যা দেখে মনে হয়, বিমান উড়তে উড়তে ভেঙে পড়েছে। বেশ কয়েক বার একই কায়দায় ইশারা করে দেখান তিনি। ভারতীয় ব্যাটার সঞ্জু স্যামসনকে আউট করে উল্লাস করার সময় আবার একই ইশারা করেন রউফ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement