জসপ্রীত বুমরাহ। ছবি: আইসিসি।
হেডিংলে টেস্টের দ্বিতীয় দিন ইংল্যান্ডের দাপট ছিল বেশি। ভারতের জসপ্রীত বুমরাহ ছাড়া কেউই আয়োজকদের চাপে রাখতে পারেননি। তিনি একাই ৩ উইকেট নিয়েছেন। ভারতের আর কোনও বোলার উইকেট পাননি। বুমরাহকে যে ইংল্যান্ড শিবির সত্যিই সমীহ করছে, তা স্বীকার করে নিয়েছেন বেন ডাকেট। বুমরাহের বল দেখে মুগ্ধ ইংল্যান্ডের জোরে বোলার মার্ক উডও।
ইংল্যান্ডের ওপেনার ৬২ রানের ইনিংস খেলে বুমরাহের বলে আউট হয়েছেন। শনিবার খেলার শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডাকেট জানিয়েছেন, বুমরাহের বল খেলা ভীষণ কঠিন। তাঁরা শুধু চেষ্টা করেছেন দলের ক্ষয়ক্ষতি যতটা সম্ভব ঠেকানোর। শনিবার ১৩ ওভার বল করেছেন বুমরাহ। সেই অভিজ্ঞতা থেকেই ডাকেট বলেছেন, ‘‘এই মূহুর্তে বুমরাহই বিশ্বের সেরা বোলার। ওর বল খেলা ভীষণ কঠিন। যে কোনও পরিবেশে, যে কোনও পিচেই বুমরাহ দুর্দান্ত বোলার। ভারতের পাটা পিচেও বেশ বিপজ্জনক। আবার এখানে দু’দিকে বল সুইং করাচ্ছে। সব সময় সতর্ক থাকতে হচ্ছে।’’ ভারত এবং ইংল্যান্ডের পিচে বুমরাহের বল খেলার অভিজ্ঞতা নিয়ে ডাকেট আরও বলেছেন, ‘‘আমার মনে হয় খুব বেশি ক্ষতি আমাদের হয়নি। দিনের শেষে আমাদের অবস্থা আরও খারাপ হতে পারত। বুমরাহ বিশ্বমানের বোলার। আর কারও পক্ষে ওর মতো বল করা সম্ভব নয়। বুমরাহ আসল একটু বেশিই ভাল। আমরা শুধু ওকে চাপে রাখার চেষ্টা করতে পারি। আর খারাপ বলগুলো মাঠের বাইরে পাঠানোর জন্য অপেক্ষা করতে পারি।’’
বুমরাহকে কী ভাবে সামলালেন আপনারা? কী পরিকল্পনা ছিল আপনাদের? ডাকেট বলেছেন, ‘‘আমি আর অলি পোপ নিজেদের মধ্যে প্রচুর কথা বলেছি। একটা ভাল জুটি তৈরির পরিকল্পনা করেছি। ওই সময় খেলার মধ্যে ভারসাম্য বজায় রাখাটা গুরুত্বপূর্ণ ছিল। পিচের এক দিক থেকে বুমরাহের মতো বোলার বল করলে রানের জন্য অন্য প্রান্তের দিকেই তাকিয়ে থাকতে হয়। অন্যদের বলে রান করার উপায় খুঁজতে হয়। আমরা সেটাই করার চেষ্টা করেছি।’’ তিনি আরও বলেছেন, ‘‘বুমরাহ তো বটেই, একটা সময় মহম্মদ সিরাজও ভাল বল করছিল। ওর কয়েকটা বল ঠিক মতো খেলতে পারিনি। আসলে টেস্ট ক্রিকেট এমনই। সহজে কিছু পাওয়া যায় না। কেউ ছাড় পায় না। আমরা চেষ্টা করছিলাম, বুমরাহ ছাড়া বাকিদের বিরুদ্ধে রান করার। তাদের বিরুদ্ধে ইতিবাচক থাকার।’’
শুধু ডাকেটই নন, বুমরাহকে দেখে মুগ্ধ উডও। চোটের জন্য খেলতে পারছেন না ইংল্যান্ডের জোরে বোলার। তিনিও মেনে নিয়েছেন বুমরাহই এখন বিশ্বের সেরা বোলার। একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে উড বলেছেন, ‘‘বুমরাহ সব ফরম্যাটেই অসাধারণ এবং অত্যন্ত বিপজ্জনক বোলার। ওর বল খেলা কঠিন। বল বেছে খেলাও কঠিন। ওকে দেখে যা মনে হয়, তার থেকে অনেক বেশি গতিতে বল করে। এই মূহুর্তে বুমরাহই বিশ্বের সেরা বোলার। ও যে কোনও সময় যে কোনও ম্যাচের রং বদলে দিতে পারে।’’
শনিবার বুমরাহ ছাড়া ভারতের আর কোনও বোলার উইকেট পাননি। ইংল্যান্ডের জুটি ভাঙার জন্য অধিনায়ক শুভমন গিলকে তাকিয়ে থাকতে হয়েছে বুমরাহের দিকেই। ইংল্যান্ডের পিচেও প্রসিদ্ধ কৃষ্ণ, শার্দূল ঠাকুর ইংরেজ ব্যাটারদের উপর তেমন চাপ তৈরি করতে পারেননি।