Jemimah Rodrigues

হরমনপ্রীতের মুম্বইয়ের কাছে হেরে গিয়ে জেমাইমা বলছেন, ‘অধিনায়কত্ব করে বেশ মজা লেগেছে’!

এ বারই দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক করা হয়েছে তাঁকে। প্রথম ম্যাচেই মুম্বইয়ের কাছে দল হেরেছে ৫০ রানে। তবে এখনই চিন্তার কোনও কারণ আছে বলে মনে করছেন না জেমাইমা রদ্রিগেজ়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৩:০৬
Share:

দিল্লি অধিনায়ক জেমাইমা রদ্রিগেজ়। ছবি: সমাজমাধ্যম।

এ বারই দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক করা হয়েছে তাঁকে। প্রথম ম্যাচেই মুম্বইয়ের কাছে দল হেরেছে ৫০ রানে। তবে এখনই চিন্তার কোনও কারণ আছে বলে মনে করছেন না জেমাইমা রদ্রিগেজ়। তাঁর আশা, ডব্লিউপিএলের বাকি ম্যাচে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে দলের।

Advertisement

মুম্বইয়ের ১৯৬ রান তাড়া করতে নেমে ধারাবাহিক ভাবে উইকেট হারিয়েছে দিল্লি। চিনেল হেনরির অর্ধশতরান ছাড়া বলার মতো কেউ কিছু করতে পারেননি। জেমাইমা জানিয়েছে, জুটি গড়তে না পারার কারণেই হারতে হয়েছে তাঁদের।

ম্যাচের পর জেমাইমা বলেন, “আমরা ভাল বল করেছি। কিন্তু ব্যাট করার সময় জুটি গড়তে পারিনি। সেটা নিয়ে পরিশ্রম করতে হবে। একটা আলাদা দল নিয়ে খেলতে নেমেছি। তাই নিজেদের দোষারোপ করে লাভ নেই। আমি ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী।”

Advertisement

শনিবার মুম্বইয়ের গ্যালারিতে হাজির ছিলেন জেমাইমার বাবা-মা। তাঁদের সামনে নেতৃত্ব দিলেও ব্যাট হাতে ভাল খেলতে পারেননি জেমাইমা। তবে প্রথম ম্যাচেই নেতৃত্ব বিষয়টা বেশ ভাল লেগেছে তাঁর।

জেমাইমার কথায়, “অধিনায়কত্ব করে বেশ মজা লেগেছে। ঘরের মাঠে বাবা-মায়ের সামনে দলকে নেতৃত্ব দিয়ে খুব খুশি হয়েছি। শুরুটা কঠিন হল। ভাল দল তারাই হয় যারা এ ধরনের পারফরম্যান্সকে দূরে সরিয়ে রেখে ভাল কিছু করার কথা ভাবে। আমরা সেটাই করব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement