গোলের পর সিটির ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।
এফএ কাপে শনিবার তৃতীয় ডিভিশনের দল এক্সেটারের বিরুদ্ধে খেলতে নেমেছিল ম্যাঞ্চেস্টার সিটি। জিততে কোনও সমস্যাই হল না পেপ গুয়ার্দিওলার দলের। প্রথম দলের একাধিক ফুটবলারকে বসিয়েও এক্সেটারের বিরুদ্ধে ১০ গোল করেছে সিটি। নতুন ক্লাবে যোগ দেওয়ার তিন দিনের মধ্যে গোল করলেন আঁতোয়া সেমেনিয়ো।
সিটির হয়ে একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন বোর্নমাউথ থেকে যোগ দেওয়া সেমেনিয়ো। এ ছাড়া জোড়া গোল করেছেন রিকো লুইস। বাকি গোলগুলি ম্যাক্স অ্যালেন, রদ্রি, টিয়ানি রেইন্ডার্স, নিকো ও’রিলি, রায়ান ম্যাকআইডুর। এক্সেটার দু’টি আত্মঘাতী গোলও করেছে।
১২ মিনিটে সিটিকে এগিয়ে দেন অ্যালেন। রদ্রি ব্যবধান বাড়ান ২৪ মিনিটে। জ্যাক ডয়েল হায়েস এবং জ্যাক ফিৎজ়ওয়াটারের আত্মঘাতী গোলে ৪-০ এগিয়ে যায় সিটি। লুইস প্রথম গোল করেন ৪৯ মিনিটে। সেমেনিয়ো গোল করেন ৫৪ মিনিটে। সিটির সপ্তম গোল রেইন্ডার্সের। এর পর ও’রিলি, ম্যাকআইডু এবং লুইস পর পর গোল করে যান।
এ দিকে, গত বারের এফএ কাপ জয়ী ক্রিস্টাল প্যালেস তৃতীয় রাউন্ডেই বিদায় নিয়েছে। ষষ্ঠ ডিভিশনের ক্লাব ম্যাকলসফিল্ডের কাছে হেরে গিয়েছে ১-২ গোলে। তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হল প্যালেসকে। ম্যাকলসফিল্ডের হয়ে গোল করেন পল ডসন এবং ইসাক বাকলি-রিকেটস। প্যালেসের একমাত্র গোল ইয়েরেমি পিনোর। দলের হারে ক্ষিপ্ত প্যালেস কোচ অলিভার গ্লাসনার। বলেছেন, “এই ধরনের পারফরম্যান্স কোনও মতেই মেনে নেওয়া যায় না।”