Jemimah Rodrigues

The Hundred: ইংল্যান্ডের ঘরোয়া লিগে খেলতে গিয়ে চোট পেলেন ভারতীয় ক্রিকেটার

ভারতের মহিলা দলের ক্রিকেটার জেমাইমা রদ্রিগেজ চোট পেলেন। দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় মাত্র দুটো ম্যাচ খেলেই বিদায় নিলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২২ ১৮:৫০
Share:

—প্রতীকী চিত্র

ইংল্যান্ডের দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় খেলছিলেন জেমাইমা রদ্রিগেজ। কিন্তু চোটের কারণে মাত্র দুটো ম্যাচ খেলেই ফিরতে হচ্ছে তাঁকে। নর্দার্ন সুপারচার্জার দলে খেলতেন জেমাইমা।

Advertisement

কমনওয়েলথ গেমসে রুপো পেয়েছে ভারত। সেই দলের সদস্য ছিলেন জেমাইমা। দ্য হান্ড্রেড প্রতিযোগিতার ওয়েবসাইটে লেখা হয়, ‘নর্দার্ন সুপারচার্জারের ব্যাটার জেমাইমা রদ্রিগেজ চোটের জন্য দ্য হান্ড্রেডে খেলতে পারবেন না। প্রতিযোগিতা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন তিনি।’ কমনওয়েলথে বার্বাডোজের বিরুদ্ধে খেলার সময় কব্জিতে চোট পেয়েছিলেন জেমাইমা। সেই নিয়েই খেলেছিলেন তিনি। কমনওয়েলথ গেমসে সর্বাধিক রানের তালিকায় পঞ্চম স্থানে শেষ করেছিলেন জেমাইমা। ১৪৬ রান করেন তিনি।

আগামী মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারতের মহিলা দল। তার আগে জেমাইমাকে সুস্থ হিসাবে পেতে চাইবে তারা। তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি এক দিনের ম্যাচ খেলার কথা ভারতের। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে সেই সফর।

Advertisement

নর্দার্ন সুপারচার্জার দলে খেলতেন জেমাইমা। —ফাইল চিত্র

২১ বছরের জেমাইমা দ্য হান্ড্রেডে প্রথম ম্যাচে ৩২ বলে ৫১ রান করেন ওভাল ইনভিন্সিবলের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে লন্ডন স্পিরিটের বিরুদ্ধে মাত্র দু’রান করেন তিনি। জেমাইমার বদলে সুপারচার্জার দলে যোগ দিলেন আয়ারল্যান্ডের গ্যাবি লুইস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement