IPL 2025

বাতিল কোহলিদের বিজয় মিছিল, খোলা বাসে বেঙ্গালুরুর রাজপথে ঘোরা হচ্ছে না বিরাটদের, পুলিশের অনুমতি পেল না আরসিবি

হুডখোলা বাসে বিরাট কোহলিদের বসিয়ে শহর ঘোরানোর পরিকল্পনা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। কিন্তু পুলিশের অনুমতি পাওয়া গেল না। বাতিল করতে হল ভিক্টরি প্যারেড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৪:০১
Share:

আইপিএল জয়ের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ছবি: পিটিআই।

পরিকল্পনা বাতিল করতে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। হুডখোলা বাসে বিরাট কোহলিদের বসিয়ে শহর ঘোরানোর পরিকল্পনা ছিল। কিন্তু পুলিশের অনুমতি পাওয়া গেল না। বাতিল করতে হচ্ছে ভিক্টরি প্যারেড।

Advertisement

বেঙ্গালুরুতে প্রতি দিনই যানজট হয়। কোহলিদের ভিক্টরি প্যারেডের জন্য সেই যানজট আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা পুলিশের। সেই কারণেই আরসিবি-কে ভিক্টরি প্যারেডের অনুমতি দিল না তারা। পূর্বপরিকল্পনা অনুযায়ী, বিকেল ৫টা থেকে ভিক্টরি প্যারেড হওয়ার কথা ছিল। বিধান সৌধ থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত সেই প্যারেড যাওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় পরিকল্পনা বদল করতে হচ্ছে।

নতুন পরিকল্পনা অনুযায়ী বিকেল ৫টা থেকে উৎসব শুরু হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে। এক ঘণ্টার অনুষ্ঠান হওয়ার কথা। বিকেল ৪টে নাগাদ কোহলিরা কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে দেখা করতে। সেখান থেকে সোজা চিন্নাস্বামী স্টেডিয়ামে চলে যাবে দল। সকলকে স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হবে না। বিশেষ পাস থাকবে সমর্থকদের জন্য। পুলিশের তরফে চিন্নাস্বামী স্টেডিয়ামে আসার জন্য মেট্রো ব্যবহার করতে বলা হয়েছে। কারণ সেখানে গাড়ি রাখার জন্য খুব বেশি জায়গা পাওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। পুলিশের তরফে বলা হয়েছে দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত সিবিডি অঞ্চল এড়িয়ে যাওয়ার জন্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement