IPL 2025

কেকেআরে ব্রাত‍্য পণ্ডিতমশাই! গম্ভীরের অভাব বোধ করছে দল, গুরুত্ব ব্র‍্যাভোর, কোথাও নেই কোচ

গত বারের মেন্টর গৌতম গম্ভীরের অভাব বোধ করছেন রমনদীপ সিংহ। যদিও এখনকার মেন্টর ডোয়েন ব্র্যাভোর উপর ভরসা রয়েছে তাঁর। মেন্টরদের নাম নিলেও কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের নাম নিলেন না তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১০:২৭
Share:

গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

প্রথম ছ’টি ম্যাচের তিনটিতেই হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। লিগে পয়েন্ট তালিকায় প্রথম চারের মধ্যেও নেই গত বারের চ্যাম্পিয়নেরা। এখনও অনেকগুলি ম্যাচ বাকি রয়েছে। ঘুরে দাঁড়ানোর সময় পাবেন নাইটেরা। কিন্তু কেকেআরের অলরাউন্ডার রমনদীপ সিংহ এমন অবস্থায় গৌতম গম্ভীরের অভাব বোধ করছেন। তাঁর ভরসা রয়েছে ডোয়েন ব্র্যাভোর উপর। কিন্তু কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের নাম নিলেন না তিনি।

Advertisement

গত বার নাইটদের মেন্টর ছিলেন গম্ভীর। তাঁর হাত ধরেই তৃতীয় বার ট্রফি জিতেছিল কেকেআর। রমনদীপ বলেন, “আমরা গৌতম গম্ভীরের অভাব বোধ করছি। ও দলের মধ্যে যে জিনিসগুলো নিয়ে এসেছিল, সেগুলোর অভাব বোধ করছি। এখন আমাদের সঙ্গে (ডোয়েন) ব্র্যাভো রয়েছে। ও চ্যাম্পিয়নের মানসিকতা নিয়ে এসেছে। আর যদি শ্রেয়স (আয়ার) এবং অজিঙ্কের (রাহানে) কথা বলা হয়, ওরা দু’জনেই দারুণ অধিনায়ক। রাহানে খুব শান্ত। কঠিন পরিস্থিতিতেও ও দলের মধ্যে শান্ত ভাব রাখে। তরুণ ক্রিকেটারদের কাছে ও আদর্শ। শ্রেয়সের নেতৃত্বে ছিল আত্মবিশ্বাস। ও কোনও পরিকল্পনা করলে সেটা দলকে দিয়ে ঠিক করিয়ে নিত। দু’জনে সম্পূর্ণ আলাদা হলেও নিজেদের মতো করে দুর্দান্ত।” কোথাও পণ্ডিতের নাম নিলেন না রমনদীপ।

কেকেআরে ফিনিশার হিসাবে খেলছেন রমনদীপ। তিনি বলেন, “দল আমাকে পাঁচ, ছয় বা সাত নম্বরে খেলতে নামায়। পরিস্থিতি অনুযায়ী খেলতে হয় সেখানে। প্রতিটা মুহূর্ত থেকে আমরা শেখার চেষ্টা করি। আমি নিজেকে ম্যাচ জেতানো ক্রিকেটার হিসাবে তৈরি করতে চাই। ভয়ডরহীন ক্রিকেট খেলতে চাই। আমরা সকলেই এই ভাবে খেলতে চাই। গত আইপিএলের পর ভাবিনি দেশের হয়ে খেলব। কিন্তু সেটা হয়েছে। আমার একটাই কাজ, নিজের সেরাটা দিয়ে যাওয়া। বাকিটা ঈশ্বরের ইচ্ছা।”

Advertisement

মঙ্গলবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। মুল্লানপুরে হবে সেই ম্যাচ। পঞ্জাবের অধিনায়ক এখন শ্রেয়স। গত বারের চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে খেলতে নামবেন চ্যাম্পিয়ন অধিনায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement