Rinku Singh

এশিয়া কাপ জয়ের রান এসেছিল রিঙ্কুর ব্যাট থেকে, সেই আনন্দে বাড়ি ফিরেই বোনকে বিশেষ উপহার কেকেআর তারকার

এশিয়া কাপের আগে কাগজের একটি টুকরোয় রিঙ্কু লিখে রেখেছিলেন, ‘জয়ের রান করবে রিঙ্কু’। তাঁর সেই কথা মিলে যাওয়ায় উচ্ছ্বসিত হয়েছিলেন কেকেআরের ব্যাটার।

Advertisement
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ ১৭:৫৭
Share:

রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র।

ভারতের এশিয়া কাপ জয়ের রান এসেছিল রিঙ্কু সিংহের ব্যাট থেকে। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার আবার উঠে এলেন খবরে। তবে ক্রিকেটীয় কোনও কারণে নয়। বোন নেহাকে একটি বিশেষ উপহার দিয়েছেন তিনি।

Advertisement

নেহাকে একটি ইলেকট্রিক স্কুটার কিনে দিয়েছেন রিঙ্কু। আলিগড়ের বাড়ির সামনে লাল রঙের স্কুটারটির ছবি, ভিডিয়ো নিজেই ক্রিকেটপ্রেমীদের সঙ্গে সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। ছবিতে রয়েছেন তাঁর বোন নেহাও। দেশে ফেরার পরই স্কুটার কেনেন। গত নভেম্বরে সাড়ে তিন কোটি টাকা দিয়ে আলিগড়ে বাড়ি কেনেন রিঙ্কু। পরিবারের সকলকে নিয়ে এখন সেই বাড়িতেই থাকেন। রিঙ্কু বাড়ির নাম রেখেছেন মায়ের নামে, ‘বীণা প্যালেস’।

এশিয়া কাপে ফাইনালের আগে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি রিঙ্কু। ফাইনালে ব্যাট করতে নেমেছিলেন শেষ মুহূর্তে। একটি বল খেলার সুযোগ পেয়েছিলেন। সেই বলেই এসেছিল ভারতের ট্রফি জয়ের রান। প্রতিযোগিতার আগে কাগজের একটি টুকরোয় রিঙ্কু লিখে রেখেছিলেন, ‘জয়ের রান করবে রিঙ্কু’। তাঁর সেই কথা মিলে যাওয়ায় উচ্ছ্বসিত হয়েছিলেন কেকেআরের ব্যাটার। সেই উচ্ছ্বাসেই বোনকে নতুন ইলেকট্রিক স্কুটার কিনে দিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement